নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ফার্মগেটে বাসচাপায় এক পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় এলাইক ট্রান্সপোর্টের ওই বাসটির হেলপারের সঙ্গে মেট্রোরেল শ্রমিকদের মারামারির ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই কলেজছাত্রীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়।
এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট মোড়ে সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ওই কলেজছাত্রী। এ সময় এলাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে আইলেন ও বাসের মাঝে পড়ে যান তিনি। বাসের চাপেয় তার পা ভেঙে যায় ও রক্তক্ষরণ হয়। মেট্রোরেলের শ্রমিক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে আল রাজী হাসপাতালে ভর্তি করান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে পরে জাতীয় অর্থপেডিক হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ঘটনায় আহতের নাম পরিচয় কেউ জানাতে পারেনি।
এ ঘটনায় উত্তেজিত মেট্রোরেলের শ্রমিকরা বাসটি জব্দ করলে কনডাক্টরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুপক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। পরে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে এক পথচারী আহত হওয়ার খবর পাই। তবে তাকে পাওয়া যায়নি।