মাঝ আকাশে দুটি ছোট উড়োজাহাজের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির আকাশে এ ঘটনাটি ঘটেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার আগে লংমনের ভ্যান্স ব্র্যান্ড বিমানবন্দরের কাছে একটি সিঙ্গেল ইঞ্জিন সেসনা ১৭২-এর সঙ্গে আরেকটি বিমানের সংঘর্ষ হয়। সেসনায় থাকা দুই জন এবং অন্যটিতে একজন নিহত হন। সবাই ঘটনাস্থলে মারা যান। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
খবরে পেয়েই ছুটে যান বোল্ডার কাউন্টির শেরিফ। দুটি বিধ্বস্ত বিমানকে পৃথক জায়গায় শনাক্ত করা গেছে। প্লেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সূত্র: সিএনএন