১০ বছর আগে পটুয়াখালীর লোহালিয়া নদীর উপর শুরু হওয়া সেতু নির্মাণের কাজ আবারও বন্ধ হয়ে গেছে। নদীর ওপর যে উচ্চতায় সেতু নির্মাণ করা হচ্ছে তাতে নৌযান চলাচল ব্যাহত হবে বলে নির্মাণ কাজে আপত্তি জানায় নৌপরিবহন মন্ত্রণালয়। ফলে এ বছরের জুনে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
পটুয়াখালী জেলা সদরের সাথে চার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে ২০১২ সালে লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। অর্ধেকের বেশি কাজ হওয়ার পর ২০১৪ সালে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ নৌযান চলাচল বিঘিœত হবে বলে আপত্তি জানালে কাজ বন্ধ হয়ে যায়।
২০১৯ সালের আগস্টে নতুন ডিজাইনে অসমাপ্ত কাজ শুরু করা হয়। যাতে সেতুর মাঝখানে নৌযান চলাচলের উপযোগী উচ্চতায় একটি স্টিলের কাঠামো থাকার কথা। এ বছরের জুনে নির্মান কাজ শেষ হবার কথা থাকলেও তা হয়নি।
স্টিল কাঠামো স্থাপনে নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। ফলে গত কয়েক মাস যাবত বন্ধ রয়েছে নির্মাণ কাজ। তবে স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৗশলী জি এম শাহাবুদ্দিন বলছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে আবার নির্মাণ কাজ শুরু হবে।