পদ্মা সেতুর পর এ বছর খুলে যাচ্ছে আরও একটি বড় মেগাপ্রকল্পের দুয়ার। আগামী ডিসেম্বরেই চলতে শুরু করবে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল। তবে ডিসেম্বরে পুরো রুট চলবে না। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।
মেট্রোরেলের পুরো রুট হলো উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর। তবে সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় ডিসেম্বর থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধন শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় মেট্রোরেলের ভাড়াও নির্ধারণ করেন তিনি। মেট্রোরেলের কিলোমিটার প্রতি ভাড়া ধরা হয়েছে ৫টাকা। সেই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ২০টাকা। আর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে মোট ১৬টি স্টেশন থাকবে।