উদ্বোধনের অপেক্ষায় পিরোজপুরের বেকুটিয়া সেতু। নির্মাণ কাজ শেষ করে গত মাসেই এক কিলোমিটার দীর্ঘ এই সেতু সড়ক বিভাগের কাছে বুঝিয়ে দিয়েছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান। এটি চালু হলে বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর ও খুলনার মধ্যে যোগাযোগ সহজ হবে। সুফল পাবে এই অঞ্চলের ২১ জেলার মানুষ। আগামী চৌঠা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকুটিয়া সেতু উদ্বোধন করবেন।
পিরোজপুরের বেকুটিয়ার কচা নদীর উপর অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের অক্টোবরে। কাজটি করেন চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭তম ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড। প্রায় ৯শ’ কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শেষ করে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে সেতু মন্ত্রণালয়ের কাছে বুঝিয়ে দিয়েছে চীনের নির্মাতা প্রতিষ্ঠান।
সেতুটি পিরোজপুরের সাথে সরাসরি বরিশাল, পায়রা বন্দর, কুয়াকাটা সমুদ্রবন্দর, ঝালকাঠি, পটুয়াখালী এবং খুলনা ও মোংলাবন্দরের সাথে যোগযোগ স্থাপন করবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষই এই সেতুর সুফল পাবে।
উদ্বোধনের আগে সম্প্রতি সবশেষ প্রস্তুতি দেখতে যান স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। এ সময় তিনি বলেন, এই সেতু এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক সুফল বয়ে আনবে। ২০১৭ সালের পহেলা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।