Dhaka বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ককপিটে বসে মারামারির ঘটনায় দুই পাইলট বরখাস্ত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ২৪৯ জন দেখেছেন

মাঝআকাশে বসে প্লেনের ককপিটে মারামারিতে জড়িয়ে পড়ার ঘটনায় এয়ার ফ্রান্সের দুই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। গত জুন মাসে জেনেভা থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

সুইস লা ট্রিবিউনা ডেইলির খবরে বলা হয়েছে, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে একে অপরের শার্টের কলার ধরেন এবং মারামারিও শুরু করেন তারা।

তবে শেষ পর্যন্ত কেবিন ক্রুদের হস্তক্ষেপে মারামারি থামে। পরবর্তীতে যেন দুজনের মধ্যে আবার মারামারি না হয় জন্য কেবিন ক্রু বাকি পথ পাইলটদের সঙ্গে ককপিটেই ছিলেন।

গত রোববার (১৮ আগস্ট) এয়ার ফ্রান্সের এক কর্মকর্তা জানিয়েছেন, পাইলটদের মারামারি সত্ত্বেও ফ্লাইটটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

গত বুধবার ফ্রান্সের বিমান তদন্ত সংস্থা বিইএ’র এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ফ্রান্সের কিছু পাইলটের নিরাপত্তা প্রোটোকল অনুসরণে কঠোরতার অভাব রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরেই পাইলটদের মারামারির খবর সামনে আসে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রচার চালাতে পারবেন না

ককপিটে বসে মারামারির ঘটনায় দুই পাইলট বরখাস্ত

প্রকাশের সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

মাঝআকাশে বসে প্লেনের ককপিটে মারামারিতে জড়িয়ে পড়ার ঘটনায় এয়ার ফ্রান্সের দুই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। গত জুন মাসে জেনেভা থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

সুইস লা ট্রিবিউনা ডেইলির খবরে বলা হয়েছে, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে একে অপরের শার্টের কলার ধরেন এবং মারামারিও শুরু করেন তারা।

তবে শেষ পর্যন্ত কেবিন ক্রুদের হস্তক্ষেপে মারামারি থামে। পরবর্তীতে যেন দুজনের মধ্যে আবার মারামারি না হয় জন্য কেবিন ক্রু বাকি পথ পাইলটদের সঙ্গে ককপিটেই ছিলেন।

গত রোববার (১৮ আগস্ট) এয়ার ফ্রান্সের এক কর্মকর্তা জানিয়েছেন, পাইলটদের মারামারি সত্ত্বেও ফ্লাইটটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

গত বুধবার ফ্রান্সের বিমান তদন্ত সংস্থা বিইএ’র এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ফ্রান্সের কিছু পাইলটের নিরাপত্তা প্রোটোকল অনুসরণে কঠোরতার অভাব রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরেই পাইলটদের মারামারির খবর সামনে আসে।