Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেড় বছরেও শুরু হয়নি সড়ক সম্প্রসারণের কাজ

প্রকল্প গ্রহণের দেড় বছরেও লক্ষীপুর শহরের একটি সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়নি। তিন বছর মেয়াদি এই কাজের জন্য ভূমি অধিগ্রহণও হয়নি এখনও। স্থানীয়দের অভিযোগ, সরু এই সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। সড়ক ও জনপথ বিভাগ জানালেন, ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর জেলা শহরের বাজার সড়কটি ব্যস্ততম একটি সড়ক। শহরের উত্তর দক্ষিণ প্রায় দেড় কিলোমিটার এই সড়কের পাশে রয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। ব্যস্ত এই সড়কে ভ্যান গাড়ীতে ও ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য নিয়ে বসে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে সবসময় লেগে থাকে যানযট। ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের।

দুর্ভোগ লাঘবে কালেক্টরেট ভবন থেকে দক্ষিণ তেমুহানী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করে সরকার। এরপর দেড় বছর অতিবাহিত হলেও জমি অধিগ্রহণ কাজ শেষ হয়নি। আথচ এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ডিসেম্বর মাসে।

বাজার সংলগ্ন সড়কে জমি ও দোকান মালিকরা ভূমি অধিগ্রহণে আপত্তি জানিয়েছে। তাছাড়া ভূমির ক্ষতিপূরণ নিয়েও আপত্তি আছে তাদের।

ভূমির বিভিন্ন ধরনের শ্রেণী পরির্তন, এল এ কেস নিস্পত্তি করতে সময় লাগছে বলে জানান জেলা প্রশাসক। অধিগ্রহণ তালিকা চূড়ান্ত হলেই ভূমির মালিকদের ক্ষতিপূরণ দেয়া শুরু করবে সড়ক বিভাগ। দ্রুততার সাথে কাজটি শেষ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তারা।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

দেড় বছরেও শুরু হয়নি সড়ক সম্প্রসারণের কাজ

প্রকাশের সময় : ০১:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

প্রকল্প গ্রহণের দেড় বছরেও লক্ষীপুর শহরের একটি সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়নি। তিন বছর মেয়াদি এই কাজের জন্য ভূমি অধিগ্রহণও হয়নি এখনও। স্থানীয়দের অভিযোগ, সরু এই সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। সড়ক ও জনপথ বিভাগ জানালেন, ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর জেলা শহরের বাজার সড়কটি ব্যস্ততম একটি সড়ক। শহরের উত্তর দক্ষিণ প্রায় দেড় কিলোমিটার এই সড়কের পাশে রয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। ব্যস্ত এই সড়কে ভ্যান গাড়ীতে ও ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য নিয়ে বসে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে সবসময় লেগে থাকে যানযট। ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের।

দুর্ভোগ লাঘবে কালেক্টরেট ভবন থেকে দক্ষিণ তেমুহানী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করে সরকার। এরপর দেড় বছর অতিবাহিত হলেও জমি অধিগ্রহণ কাজ শেষ হয়নি। আথচ এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ডিসেম্বর মাসে।

বাজার সংলগ্ন সড়কে জমি ও দোকান মালিকরা ভূমি অধিগ্রহণে আপত্তি জানিয়েছে। তাছাড়া ভূমির ক্ষতিপূরণ নিয়েও আপত্তি আছে তাদের।

ভূমির বিভিন্ন ধরনের শ্রেণী পরির্তন, এল এ কেস নিস্পত্তি করতে সময় লাগছে বলে জানান জেলা প্রশাসক। অধিগ্রহণ তালিকা চূড়ান্ত হলেই ভূমির মালিকদের ক্ষতিপূরণ দেয়া শুরু করবে সড়ক বিভাগ। দ্রুততার সাথে কাজটি শেষ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তারা।