টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের নাল্লাপাড়ায় এলেংজানী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
এলাসিন ইউনিয়নবাসীর উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে সব বয়সী হাজারো নারী-পুরুষ ভিড় জমায় নদীর দুই পারে। নৌকা বাইচে অংশ নেয়া নৌকার মাঝি-মাল্লাদের হৈ-হুল্লোড় ও দর্শনার্থীদের পদচারণয় মুখরিত হয়ে উঠে নদীর দুই পার।
এলাসিন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনায়েত উল্লাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন, সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ২২টি বিভিন্ন প্রকারের নৌকা অংশগ্রহণ করে। শেষে বিজয়ী নৌকার মাঝি-মাল্লাদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা।