জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আজ সোমবার সকাল থেকে কোরআনখানি, বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
রাজধানীর রমনা থানাধীন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সকল কর্মকর্তা, ঢাকাস্থ সকল রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানীর নেতৃবৃন্দ এবং মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়ীয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
রোববার সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতি বছরই সমিতির পক্ষ থেকে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।