পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের আমুল পরিবর্তন ঘটেছে। এখন সুফল পেতে শুরু করেছে মাদারীপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষও। জেলার ১০টি ইউনিয়নের জনগণ এবার বিআরটিসির সেবা পাচ্ছেন। অল্প খরচে ও কম সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারছেন এসব এলাকার মানুষ।
মাদারীপুরের দুর্গম চরাঞ্চলের মানুষ এক সময় খেয়া নৌকায় পার হয়ে জেলা ও উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করত। আড়িয়াল খাঁ নদীর উপর সেতু নির্মাণ হওয়ায় চরাঞ্চলের মানুষের নৌকা পারাপারের ভোগান্তি দূর হয়।
এবার পদ্মা সেতু চালু হওয়ায় মাদারীপুরের চরাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার এলাকার চেয়ারম্যান বাড়ির মোড় থেকে রাজধানী ঢাকা পর্যন্ত চালু হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। এতে ১০ ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষ মাত্র তিন থেকে চার ঘণ্টায় যেতে পারছেন রাজধানীতে।
তবে যাত্রী ছাউনিসহ অন্যান্য সেবা বাড়ানোর দাবি জানালেন মাদারীপুর ধুরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার।
যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত সড়কে চারলেনের কাজ চলছে বলে জানালেন জেলা প্রশাসক রহিমা খাতুন।
স্বল্প খরচে ও কম সময়ে যাতায়াত করতে পেরে খুশি মাদারীপুরবাসী।
মাদারীপুর সংবাদদাতা 
























