Dhaka বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির মেট্রোতে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির রাজধানী রোমে মেট্রোপলিটান ট্রেনে নাবালিকা কিশোরীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রোমের ব্যস্ত মেট্রো লাইন–এ তে এ ঘটনা ঘটে।

ইতালীয় গণমাধ্যম এজেনিয়া নোভা নিউজের সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের নাগরিক ভুক্তভোগী কিশোরী পরিবারের সঙ্গে মেট্রোতে ভ্রমণ করছিলেন। এসময় অভিযুক্ত বাংলাদেশি ওই ব্যক্তি ভিড়ের সুযোগ নিয়ে তাকে অনুসরণ করেন এবং ট্রেনের ভেতর ও পরে স্টেশনের প্ল্যাটফর্মে অশালীন আচরণ ও যৌন নিপীড়ন করার চেষ্টা করেন।

ঘটনার পর ভুক্তভোগী কিশোরী আতঙ্কিত অবস্থায় স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে সাহায্য চান। বিষয়টি বুঝতে পেরে সেখানে দায়িত্বরত কর্মীরা দ্রুত জরুরি নম্বরে ফোন করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে প্রাতি থানার পুলিশ ও ফ্লাইং স্কোয়াডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর এবং তিনি বাংলাদেশি নাগরিক। তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ ছিল এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে গুরুতর যৌন সহিংসতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যা ইতালির আইনে একটি গুরুতর অপরাধ।

বর্তমানে অভিযুক্ত ব্যক্তি বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দোষী বা নির্দোষ হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ধরনের ঘটনা বাংলাদেশিদের জন্য লজ্জাজনক এবং সামাজিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন কমিউনিটির নেতারা।

এদিকে জনসমাগমপূর্ণ গণপরিবহনে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফেনীতে স্কুল শিক্ষার্থী নাশিতকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

ইতালির মেট্রোতে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির রাজধানী রোমে মেট্রোপলিটান ট্রেনে নাবালিকা কিশোরীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রোমের ব্যস্ত মেট্রো লাইন–এ তে এ ঘটনা ঘটে।

ইতালীয় গণমাধ্যম এজেনিয়া নোভা নিউজের সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের নাগরিক ভুক্তভোগী কিশোরী পরিবারের সঙ্গে মেট্রোতে ভ্রমণ করছিলেন। এসময় অভিযুক্ত বাংলাদেশি ওই ব্যক্তি ভিড়ের সুযোগ নিয়ে তাকে অনুসরণ করেন এবং ট্রেনের ভেতর ও পরে স্টেশনের প্ল্যাটফর্মে অশালীন আচরণ ও যৌন নিপীড়ন করার চেষ্টা করেন।

ঘটনার পর ভুক্তভোগী কিশোরী আতঙ্কিত অবস্থায় স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে সাহায্য চান। বিষয়টি বুঝতে পেরে সেখানে দায়িত্বরত কর্মীরা দ্রুত জরুরি নম্বরে ফোন করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে প্রাতি থানার পুলিশ ও ফ্লাইং স্কোয়াডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর এবং তিনি বাংলাদেশি নাগরিক। তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ ছিল এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে গুরুতর যৌন সহিংসতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যা ইতালির আইনে একটি গুরুতর অপরাধ।

বর্তমানে অভিযুক্ত ব্যক্তি বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দোষী বা নির্দোষ হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ধরনের ঘটনা বাংলাদেশিদের জন্য লজ্জাজনক এবং সামাজিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন কমিউনিটির নেতারা।

এদিকে জনসমাগমপূর্ণ গণপরিবহনে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।