Dhaka শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ : গেটম্যানের বিরুদ্ধে মামলা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ২৩২ জন দেখেছেন

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ব্যক্তিদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করেছে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে আজ শনিবার ভোরে মামলাটি করেন।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘আমরা শুনেছি, যখন দুর্ঘটনা ঘটে, তখন গেটম্যান উপস্থিত ছিলেন না। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, হাটহাজারী উপজেলার চিকনদন্ডী গ্রামের মানুষ যেন হতবিহ্বল। দুর্ঘটনায় নিহতদের ঘরে ঘরে চলছে স্বজনদের শোকের মাতম। সকাল ১০টার দিকে স্থানীয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজা। বিপুল শোকাহত মানুষ অংশ নেন জানাজায়।

জানাজায় অংশগ্রহণকারীরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জনপ্রতিনিধিরাও।

গতকাল দুপুরে মীরসরাই উপজেলায় চট্টগ্রামগামী প্রভাতী ট্রেনের সঙ্গে পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শিক্ষার্থীসহ ১১ জনের মৃত্যু হয়।

আবহাওয়া

হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ : গেটম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ব্যক্তিদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করেছে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে আজ শনিবার ভোরে মামলাটি করেন।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘আমরা শুনেছি, যখন দুর্ঘটনা ঘটে, তখন গেটম্যান উপস্থিত ছিলেন না। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, হাটহাজারী উপজেলার চিকনদন্ডী গ্রামের মানুষ যেন হতবিহ্বল। দুর্ঘটনায় নিহতদের ঘরে ঘরে চলছে স্বজনদের শোকের মাতম। সকাল ১০টার দিকে স্থানীয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজা। বিপুল শোকাহত মানুষ অংশ নেন জানাজায়।

জানাজায় অংশগ্রহণকারীরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জনপ্রতিনিধিরাও।

গতকাল দুপুরে মীরসরাই উপজেলায় চট্টগ্রামগামী প্রভাতী ট্রেনের সঙ্গে পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শিক্ষার্থীসহ ১১ জনের মৃত্যু হয়।