নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে বালু বহনকারী একটি খালি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ঘাতক চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় এমএম সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, রবিবার ভোরে জয়পুরহাট জেলা থেকে আসা বালুবাহী কয়েকটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে উপজেলার আত্রাই নদীতে বালু নেয়ার জন্য যাচ্ছিল।
পথে আমাইতাড়া বাজারে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চা স্টলের ওপর দিয়ে এমএম ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজ মাঠে ঢুকে পড়ে। এতে রাস্তার পাশে ওই চায়ের দোকানে শুয়ে থাকা অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুত্যুবরণ করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে গেছে। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে। দুপুরে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নওগাঁ জেলা প্রতিনিধি 























