Dhaka শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হলো লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক : 

জামায়াতের ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে আবারও ১১ দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১দলীয় নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গিয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মাছুম।

তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। এজন্য আমরা সব দল, দেশপ্রেমিক ও চিন্তাশীল লোকদের নিয়ে আগামীতে একটি সরকার গঠন করতে চাই। সে লক্ষ্যেই ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এটা একটা বিরাট অগ্রগতি। এরকম আরও যত দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী দল ও ব্যক্তি আছেন, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

এটিএম মাছুম বলেন, আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লেবার পার্টির একাত্মতার মধ্য দিয়ে ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে পরিণত হলো।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তারা এই জোটে যোগ দিয়েছেন। তিনি জানান, তাদের লক্ষ্য অর্থবহ ও বাস্তব পরিবর্তন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে। নতুন রাজনৈতিক পথচলার সূচনাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

১১ দলীয় এই জোটের দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ লেবার পার্টি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হলো লেবার পার্টি

জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হলো লেবার পার্টি

প্রকাশের সময় : ০৯:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

জামায়াতের ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে আবারও ১১ দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১দলীয় নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গিয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মাছুম।

তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। এজন্য আমরা সব দল, দেশপ্রেমিক ও চিন্তাশীল লোকদের নিয়ে আগামীতে একটি সরকার গঠন করতে চাই। সে লক্ষ্যেই ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এটা একটা বিরাট অগ্রগতি। এরকম আরও যত দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী দল ও ব্যক্তি আছেন, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

এটিএম মাছুম বলেন, আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লেবার পার্টির একাত্মতার মধ্য দিয়ে ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে পরিণত হলো।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তারা এই জোটে যোগ দিয়েছেন। তিনি জানান, তাদের লক্ষ্য অর্থবহ ও বাস্তব পরিবর্তন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে। নতুন রাজনৈতিক পথচলার সূচনাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

১১ দলীয় এই জোটের দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ লেবার পার্টি।