Dhaka শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় অভিনেতা হিরণের বিরুদ্ধে মামলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর এবার মামলা রুজু হলো। অভিযোগ করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও তাদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়।

অভিযোগপত্রে অনিন্দিতা দাবি করেন, তার সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হিরণ দ্বিতীয়বার বিয়ে করেছেন। ভাইরাল হওয়া বিয়ের ছবি/পোস্টের সূত্র ধরে বিষয়টি সামনে আসে বলেও তার অভিযোগ।

পুলিশি সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন, এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে (বিগ্যামি সংক্রান্ত ধারা) এবং অপরাধে সহায়তা—এ ধরনের ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। জামিন অযোগ্য ধারায় এ মামলা করা হয়েছে বলে জানা গেছে।

অনিন্দিতা অভিযোগ করেছেন, ২০০০ সালে বিয়ের পর থেকে তিনি ও তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক-শারীরিক-অর্থনৈতিক চাপের মধ্যে ছিলেন।

পাশাপাশি তিনি বলেন, সামাজিক মাধ্যমে বিয়ের খবর জানতে পেরে তিনি আইনি পদক্ষেপে গিয়েছেন।

সম্প্রতি বারাণসীতে হিরণের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে হিরণ সেই পোস্ট/ছবি সরিয়ে দেন—এমনটাই একাধিক প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনার পর অনিন্দিতা প্রকাশ্যে বলেন, তাদের মধ্যে বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি—তাই দ্বিতীয় বিয়েটিকে তিনি “আইনবিরুদ্ধ” বলছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগ ও বিতর্ক নিয়ে হিরণ এখনও প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাম

স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় অভিনেতা হিরণের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০২:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বিনোদন ডেস্ক : 

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর এবার মামলা রুজু হলো। অভিযোগ করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও তাদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়।

অভিযোগপত্রে অনিন্দিতা দাবি করেন, তার সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হিরণ দ্বিতীয়বার বিয়ে করেছেন। ভাইরাল হওয়া বিয়ের ছবি/পোস্টের সূত্র ধরে বিষয়টি সামনে আসে বলেও তার অভিযোগ।

পুলিশি সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন, এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে (বিগ্যামি সংক্রান্ত ধারা) এবং অপরাধে সহায়তা—এ ধরনের ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। জামিন অযোগ্য ধারায় এ মামলা করা হয়েছে বলে জানা গেছে।

অনিন্দিতা অভিযোগ করেছেন, ২০০০ সালে বিয়ের পর থেকে তিনি ও তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক-শারীরিক-অর্থনৈতিক চাপের মধ্যে ছিলেন।

পাশাপাশি তিনি বলেন, সামাজিক মাধ্যমে বিয়ের খবর জানতে পেরে তিনি আইনি পদক্ষেপে গিয়েছেন।

সম্প্রতি বারাণসীতে হিরণের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে হিরণ সেই পোস্ট/ছবি সরিয়ে দেন—এমনটাই একাধিক প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনার পর অনিন্দিতা প্রকাশ্যে বলেন, তাদের মধ্যে বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি—তাই দ্বিতীয় বিয়েটিকে তিনি “আইনবিরুদ্ধ” বলছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগ ও বিতর্ক নিয়ে হিরণ এখনও প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।