Dhaka শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইঞ্জিন বিকল : চাঁদপুরে ৬ ঘণ্টা আটকে ছিল মেঘনা এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

যান্ত্রিক গোলযোগে দীর্ঘ ছয় ঘণ্টা আটকে থাকা আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করার পর চাঁদপুর স্টেশন ত্যাগ করে ট্রেনটি।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টায় নির্ধারিত যাত্রা শুরুর কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত তিন শতাধিক যাত্রীকে স্টেশনে চরম ভোগান্তি পোহাতে হয়।

রেলওয়ে সূত্র জানায়, তিন শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি প্রতিদিনের মতো ভোর ৫টায় চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিনের কম্প্রেশার ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হয়। দীর্ঘ সময় স্টেশনে আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি ছিল বেশি।

রেলযাত্রী হাবিব ও আলমগীর বলেন, ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে শীতের মধ্যেই ভোর ৫টায় পরিবার নিয়ে স্টেশনে এসেছি। পরে ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে তাদের দীর্ঘ সময় স্টেশনে বসে থাকতে বেশ কষ্ট হয়েছে।

আরেক যাত্রী মহসিন বলেন, ঘন ঘন ট্রেনের যান্ত্রিক ত্রুটিতে যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, প্রয়োজনীয় তথ্য ও সুযোগ-সুবিধার অভাবে তাদের দীর্ঘ সময় অনিশ্চয়তায় কাটাতে হয়েছে।

চাঁদপুর প্ল্যাটর্ফম স্টেশন মাস্টার শোয়াইবুল সিকদার জানান, ইঞ্জিনের কম্প্রেশার ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি। পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে ঘন ঘন ট্রেনের যান্ত্রিক ত্রুটিতে যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাম

ইঞ্জিন বিকল : চাঁদপুরে ৬ ঘণ্টা আটকে ছিল মেঘনা এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

যান্ত্রিক গোলযোগে দীর্ঘ ছয় ঘণ্টা আটকে থাকা আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করার পর চাঁদপুর স্টেশন ত্যাগ করে ট্রেনটি।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টায় নির্ধারিত যাত্রা শুরুর কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত তিন শতাধিক যাত্রীকে স্টেশনে চরম ভোগান্তি পোহাতে হয়।

রেলওয়ে সূত্র জানায়, তিন শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি প্রতিদিনের মতো ভোর ৫টায় চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিনের কম্প্রেশার ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হয়। দীর্ঘ সময় স্টেশনে আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি ছিল বেশি।

রেলযাত্রী হাবিব ও আলমগীর বলেন, ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে শীতের মধ্যেই ভোর ৫টায় পরিবার নিয়ে স্টেশনে এসেছি। পরে ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে তাদের দীর্ঘ সময় স্টেশনে বসে থাকতে বেশ কষ্ট হয়েছে।

আরেক যাত্রী মহসিন বলেন, ঘন ঘন ট্রেনের যান্ত্রিক ত্রুটিতে যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, প্রয়োজনীয় তথ্য ও সুযোগ-সুবিধার অভাবে তাদের দীর্ঘ সময় অনিশ্চয়তায় কাটাতে হয়েছে।

চাঁদপুর প্ল্যাটর্ফম স্টেশন মাস্টার শোয়াইবুল সিকদার জানান, ইঞ্জিনের কম্প্রেশার ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি। পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে ঘন ঘন ট্রেনের যান্ত্রিক ত্রুটিতে যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।