Dhaka শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ককে অব্যাহতি

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলার আহ্বায়ক হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরে জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জাহিদ বলেন, হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলার আহ্বায়ক পদ থেকে হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহবায়ক মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে ফরিদপুর জেলা এনিসিপির সদস্য সচিব সাইফ খান বলেন, সাবেক আহ্বায়ক আমাদের দলের জোটের প্রার্থীর পক্ষে কাজ না করায় কেন্দ্র তাকে অব্যাহতি দিয়েছেন। এটা তার নিজস্ব ব্যাপার। তিনি নিজেই একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে নির্দেশনা দেবেন আমি সেটাই বাস্তবায়ন করব।

বিষয়টি নিয়ে জানতে চাইলে হাসিবুর রহমান অপু বলেন, জামায়াতে ইসলামীর জোটের প্রার্থীর পক্ষে কাজ না করায় আমাকে অব্যহতি দেয়া হয়েছে। আমি তাদের পক্ষে কাজ করতে রাজি হইনি, কারণ হচ্ছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জামায়াতের গণহত্যার দায়ভার রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ককে অব্যাহতি

প্রকাশের সময় : ১০:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলার আহ্বায়ক হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরে জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জাহিদ বলেন, হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলার আহ্বায়ক পদ থেকে হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহবায়ক মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে ফরিদপুর জেলা এনিসিপির সদস্য সচিব সাইফ খান বলেন, সাবেক আহ্বায়ক আমাদের দলের জোটের প্রার্থীর পক্ষে কাজ না করায় কেন্দ্র তাকে অব্যাহতি দিয়েছেন। এটা তার নিজস্ব ব্যাপার। তিনি নিজেই একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে নির্দেশনা দেবেন আমি সেটাই বাস্তবায়ন করব।

বিষয়টি নিয়ে জানতে চাইলে হাসিবুর রহমান অপু বলেন, জামায়াতে ইসলামীর জোটের প্রার্থীর পক্ষে কাজ না করায় আমাকে অব্যহতি দেয়া হয়েছে। আমি তাদের পক্ষে কাজ করতে রাজি হইনি, কারণ হচ্ছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জামায়াতের গণহত্যার দায়ভার রয়েছে।