Dhaka শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে মিনি বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের ভালুকায় মিনিবাস উল্টে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাসের হেলপার মো. অনিক মিয়া (২৮) এবং যাত্রী মো. শাহজাহান কবীর (৪০)। এর মধ্যে নিহত শাহজাহান উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং হেলপার অনিক মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মিনি বাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ১০ যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া, বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা খাতুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহিদী মাসুদ বলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে মিনি বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২

ময়মনসিংহে মিনি বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২

প্রকাশের সময় : ১০:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের ভালুকায় মিনিবাস উল্টে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাসের হেলপার মো. অনিক মিয়া (২৮) এবং যাত্রী মো. শাহজাহান কবীর (৪০)। এর মধ্যে নিহত শাহজাহান উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং হেলপার অনিক মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মিনি বাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ১০ যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া, বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা খাতুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহিদী মাসুদ বলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।