Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৮ গুণ বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স: প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ১৯০ জন দেখেছেন

উন্নয়নশীল দেশের স্বীকৃতির মধ্যে থেমে থাকলে চলবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০ এর মধ্যে এসডিজি অর্জন করা হবে, ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ এবং ২৫ সালের মধ্যে প্রত্যেকটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলের চেয়ে বর্তমান বিদেশে কর্মী পাঠানো ও রেমিটেন্স আট গুণ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অর্থহীন, এই যুদ্ধে যারা সমরাস্ত্র তৈরি করে তারাই লাভবান হচ্ছে, আর আমাদের মতো সব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার উপর যুক্ত হয়েছে সেংসন। যা জ্বালানিসহ সবকিছুর ক্ষেত্রে মূল্যস্ফিতি তৈরি করছে।

প্রবাসীদের অর্থ প্রেরণের জন্য উদ্যোগ নিতে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য শুধু রেমিটেন্সের উপর নির্ভর না করে রপ্তানি বাড়াতে হবে, রপ্তানি পণ্য বহুমুখী করতে হবে। শুধু খাদ্য উৎপাদন শুধু নয়,খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত করণের উপর জোর দিতে হবে বলে জানান তিনি।

কেউ অবৈধভাবে, সবকিছু বিক্রি করে, দালালের প্ররোচনায় বিদেশ যাত্রা না করতে যুব সমাজের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

৮ গুণ বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০১:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

উন্নয়নশীল দেশের স্বীকৃতির মধ্যে থেমে থাকলে চলবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০ এর মধ্যে এসডিজি অর্জন করা হবে, ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ এবং ২৫ সালের মধ্যে প্রত্যেকটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলের চেয়ে বর্তমান বিদেশে কর্মী পাঠানো ও রেমিটেন্স আট গুণ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অর্থহীন, এই যুদ্ধে যারা সমরাস্ত্র তৈরি করে তারাই লাভবান হচ্ছে, আর আমাদের মতো সব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার উপর যুক্ত হয়েছে সেংসন। যা জ্বালানিসহ সবকিছুর ক্ষেত্রে মূল্যস্ফিতি তৈরি করছে।

প্রবাসীদের অর্থ প্রেরণের জন্য উদ্যোগ নিতে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য শুধু রেমিটেন্সের উপর নির্ভর না করে রপ্তানি বাড়াতে হবে, রপ্তানি পণ্য বহুমুখী করতে হবে। শুধু খাদ্য উৎপাদন শুধু নয়,খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত করণের উপর জোর দিতে হবে বলে জানান তিনি।

কেউ অবৈধভাবে, সবকিছু বিক্রি করে, দালালের প্ররোচনায় বিদেশ যাত্রা না করতে যুব সমাজের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।