Dhaka সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের মা হওয়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললেন বুবলী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢালিউড পাড়ায় আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তবে এবার কোনো সিনেমার ঘোষণা বা শুটিং নিয়ে নয়, বরং তার মা হওয়ার গুঞ্জন নিয়ে উত্তাল শোবিজ অঙ্গন। প্রথম সন্তান বীরের জন্মের পাঁচ বছর পার হতে না হতেই বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন এমন খবর এখন টক অফ দ্য টাউন।

সম্প্রতি এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি রহস্যের জালে আটকে রেখেছেন এই নায়িকা। গত বছরের শেষভাগে প্রাক্তন স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছেন বুবলী। সাথে ছিল তাদের পুত্র শেহজাদ খান বীর।

সেখান থেকে ফেরার পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সম্প্রতি এক অনুষ্ঠানে সাদা রঙের পোশাকে হাজির হন তিনি। সেখানে বুবলীর চলাফেরার ভঙ্গি এবং শারীরিক অবয়ব দেখে নেটিজেনদের মনে সেই জল্পনা আরও জোরালো হয়।

অনুষ্ঠান চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী।

রহস্য রেখে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক, এবং তিনি সেটাকে সম্মান করেন। সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বুবলীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো।

ভুল তথ্যভিত্তিক সংবাদের প্রসঙ্গে বুবলী জানান, তিনি লক্ষ্য করেছেন অনেক সময় তার বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করা হয়, যা মোটেও সঠিক নয়। শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারলেও তিনি অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন। যদি মেসেজের জবাব না দেন, তার মানে ওই বিষয়ে তিনি আপাতত কথা বলতে আগ্রহী নন। অথচ কথা না বলেই তার নামে বক্তব্য প্রচার করা দুঃখজনক বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এরপরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বুবলী কিংবা শাকিব খান—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় তাদের নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে শোবিজ মহলে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফের মা হওয়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললেন বুবলী

প্রকাশের সময় : ০৮:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

বিনোদন ডেস্ক : 

ঢালিউড পাড়ায় আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তবে এবার কোনো সিনেমার ঘোষণা বা শুটিং নিয়ে নয়, বরং তার মা হওয়ার গুঞ্জন নিয়ে উত্তাল শোবিজ অঙ্গন। প্রথম সন্তান বীরের জন্মের পাঁচ বছর পার হতে না হতেই বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন এমন খবর এখন টক অফ দ্য টাউন।

সম্প্রতি এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি রহস্যের জালে আটকে রেখেছেন এই নায়িকা। গত বছরের শেষভাগে প্রাক্তন স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছেন বুবলী। সাথে ছিল তাদের পুত্র শেহজাদ খান বীর।

সেখান থেকে ফেরার পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সম্প্রতি এক অনুষ্ঠানে সাদা রঙের পোশাকে হাজির হন তিনি। সেখানে বুবলীর চলাফেরার ভঙ্গি এবং শারীরিক অবয়ব দেখে নেটিজেনদের মনে সেই জল্পনা আরও জোরালো হয়।

অনুষ্ঠান চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী।

রহস্য রেখে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক, এবং তিনি সেটাকে সম্মান করেন। সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বুবলীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো।

ভুল তথ্যভিত্তিক সংবাদের প্রসঙ্গে বুবলী জানান, তিনি লক্ষ্য করেছেন অনেক সময় তার বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করা হয়, যা মোটেও সঠিক নয়। শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারলেও তিনি অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন। যদি মেসেজের জবাব না দেন, তার মানে ওই বিষয়ে তিনি আপাতত কথা বলতে আগ্রহী নন। অথচ কথা না বলেই তার নামে বক্তব্য প্রচার করা দুঃখজনক বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এরপরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বুবলী কিংবা শাকিব খান—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় তাদের নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে শোবিজ মহলে।