Dhaka সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে বিএনপির : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশনের ওপর বিএনপির পূর্ণ আস্থা আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশন তাদের দায়িত্ব ও যোগ্যতার প্রমাণ দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করবে বলেই বিএনপি প্রত্যাশা করে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা রোববার (১৮ জানুয়ারি) তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে তার নাম সবসময় স্মরণ করতে হয়। বিশেষ করে তিনি সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তলাবিহীন ঝুড়ি উপাধি পাওয়া দেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন। তার দেখানো পথেই সামনের দিকে এগিয়ে যাই।

ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়ে তিনি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে দেশে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ববাস্তবায়ন করবে বলে আমাদের প্রত্যাশা।

বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মনোনয়ন যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যা আমরা মনে করেছি সেগুলো গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিতর্কিত বিষয় নিয়ে আমাদের এখন কিছু বলার নেই। বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতেই পারে, এটা নতুন নয়। আমরা এখন পর্যন্ত দেখেছি, নির্বাচন কমিশন মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে কিছু সমস্যার কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে এবং কমিশন সেগুলো বিবেচনায় নেবে বলে তারা আশাবাদী। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম।

নির্বাচনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে তাদের আমিরকেও যেন বিএনপি চেয়ারম্যানের মতো সুযোগ দেওয়া হয় প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বিএনপির দায়িত্ব নয়।

এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সামাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে বিএনপির : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০১:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশনের ওপর বিএনপির পূর্ণ আস্থা আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশন তাদের দায়িত্ব ও যোগ্যতার প্রমাণ দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করবে বলেই বিএনপি প্রত্যাশা করে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা রোববার (১৮ জানুয়ারি) তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে তার নাম সবসময় স্মরণ করতে হয়। বিশেষ করে তিনি সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তলাবিহীন ঝুড়ি উপাধি পাওয়া দেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন। তার দেখানো পথেই সামনের দিকে এগিয়ে যাই।

ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়ে তিনি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে দেশে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ববাস্তবায়ন করবে বলে আমাদের প্রত্যাশা।

বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মনোনয়ন যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যা আমরা মনে করেছি সেগুলো গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিতর্কিত বিষয় নিয়ে আমাদের এখন কিছু বলার নেই। বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতেই পারে, এটা নতুন নয়। আমরা এখন পর্যন্ত দেখেছি, নির্বাচন কমিশন মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে কিছু সমস্যার কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে এবং কমিশন সেগুলো বিবেচনায় নেবে বলে তারা আশাবাদী। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম।

নির্বাচনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে তাদের আমিরকেও যেন বিএনপি চেয়ারম্যানের মতো সুযোগ দেওয়া হয় প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বিএনপির দায়িত্ব নয়।

এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সামাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।