সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জে এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে এনা পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীতগামী একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনায় বাসযাত্রীদের অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা বাসের চালকও রয়েছেন।
সুনামগঞ্জর জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, সকালে সুনামগঞ্জের ছাতক থানার ঘোড়াউগাঁও এলাকায় পিকআপ ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নিহত হন। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 






















