Dhaka বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড পরিমাণ বেড়েছে ডলারের দাম

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ১৯০ জন দেখেছেন

দেশে টাকার বিপরীতের ডলারের দাম একদিনে রেকর্ড পরিমাণ বেড়েছে। আজ খোলাবাজারে টাকার বিপরীতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১২ টাকায়। যা সোমবার ছিলো ১০৪ থেকে ১০৬ টাকা। এর আগে এক দিনে ডলারের দর এতো বেশি বাড়েনি কখনো।

মঙ্গলবার (২৬ জুলাই) খোলাবাজারের ডলারের এই দাম দেখা যায়।

এর আগে রবিবার (২৪ জুলাই) প্রতি ডলারের দাম ২৫ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করে দেয়া কেন্দ্রীয় ব্যাংক।

মতিঝিল সাউথ ইস্ট মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী মনিরুল বলেন, প্রতি ডলার আজ ১১২ টাকা করে বিক্রি হচ্ছে। সোমবার ১০৫ টাকা করে বিক্রি করেছিলাম।’

সংশ্লিষ্টরা জানান, বাজারে ডলারের দাম উন্মুক্ত করে দেয়ার পর দাম বাড়ছেই ৷ আর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডলার নেই। অনেকে ডলার কিনে ধরে রাখতে চাইছে। অনেকে ডলার কিনতে এলেও সবাইকে দেওয়া যাচ্ছে না।’

২০২০-২০২১ অর্থবছরের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাড়তে থাকে আমদানি ব্যয়। এতে ২০২১-২০২২ অর্থবছরজুড়ে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কমে যায়। আমদানির দায় মেটাতে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও কমতে থাকে। বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়; বাড়তে থাকে দাম। বাজার ‘স্থিতিশীল’ করতে গত অর্থবছরের ধারাবাহিকতায় নতুন অর্থবছরেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ডলার বিক্রি করে চলেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম থেকে এ পর্যন্ত ৭০ কোটির বেশি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে রিজার্ভ দুই বছর পর ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে : তারেক রহমান

রেকর্ড পরিমাণ বেড়েছে ডলারের দাম

প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

দেশে টাকার বিপরীতের ডলারের দাম একদিনে রেকর্ড পরিমাণ বেড়েছে। আজ খোলাবাজারে টাকার বিপরীতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১২ টাকায়। যা সোমবার ছিলো ১০৪ থেকে ১০৬ টাকা। এর আগে এক দিনে ডলারের দর এতো বেশি বাড়েনি কখনো।

মঙ্গলবার (২৬ জুলাই) খোলাবাজারের ডলারের এই দাম দেখা যায়।

এর আগে রবিবার (২৪ জুলাই) প্রতি ডলারের দাম ২৫ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করে দেয়া কেন্দ্রীয় ব্যাংক।

মতিঝিল সাউথ ইস্ট মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী মনিরুল বলেন, প্রতি ডলার আজ ১১২ টাকা করে বিক্রি হচ্ছে। সোমবার ১০৫ টাকা করে বিক্রি করেছিলাম।’

সংশ্লিষ্টরা জানান, বাজারে ডলারের দাম উন্মুক্ত করে দেয়ার পর দাম বাড়ছেই ৷ আর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডলার নেই। অনেকে ডলার কিনে ধরে রাখতে চাইছে। অনেকে ডলার কিনতে এলেও সবাইকে দেওয়া যাচ্ছে না।’

২০২০-২০২১ অর্থবছরের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাড়তে থাকে আমদানি ব্যয়। এতে ২০২১-২০২২ অর্থবছরজুড়ে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কমে যায়। আমদানির দায় মেটাতে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও কমতে থাকে। বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়; বাড়তে থাকে দাম। বাজার ‘স্থিতিশীল’ করতে গত অর্থবছরের ধারাবাহিকতায় নতুন অর্থবছরেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ডলার বিক্রি করে চলেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম থেকে এ পর্যন্ত ৭০ কোটির বেশি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে রিজার্ভ দুই বছর পর ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।