Dhaka বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায় সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবো আমরা : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ একটি অতি নিয়ন্ত্রিত দেশ, যেখানে ব্যবসা করা কঠিন। ব্যবসায় সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবো আমরা।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজন রয়েছে বলেও মত দেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে এবং সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।”

এ সময় তিনি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা নানা ঝুঁকি নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুরনো ব্যবস্থা বদলাতে গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে : আলী রীয়াজ

ব্যবসায় সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবো আমরা : আমীর খসরু

প্রকাশের সময় : ০৫:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ একটি অতি নিয়ন্ত্রিত দেশ, যেখানে ব্যবসা করা কঠিন। ব্যবসায় সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবো আমরা।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজন রয়েছে বলেও মত দেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে এবং সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।”

এ সময় তিনি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা নানা ঝুঁকি নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।