Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের সদরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ী এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৩৫), একই এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৪৬) ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে রনি খান (৩৩)।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যানটি ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে গুরুতর আহত দুজনকে নেওয়া হলে আরও এক নারী যাত্রী মারা যান।

ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিয়েই দ্রুত বরিশালের দিকে পালিয়ে যায় কাভার্ড ভ্যানটি। এর পরেই উত্তেজিত জনতা মহাসড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা একটার দিকে হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দের আশ্বাস দিলে উত্তেজিত জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে : সালাহউদ্দিন আহমদ

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত

প্রকাশের সময় : ০১:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের সদরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ী এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৩৫), একই এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৪৬) ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে রনি খান (৩৩)।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যানটি ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে গুরুতর আহত দুজনকে নেওয়া হলে আরও এক নারী যাত্রী মারা যান।

ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিয়েই দ্রুত বরিশালের দিকে পালিয়ে যায় কাভার্ড ভ্যানটি। এর পরেই উত্তেজিত জনতা মহাসড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা একটার দিকে হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দের আশ্বাস দিলে উত্তেজিত জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।