ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ ইসলাম রিংকু নিজ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার দলের কেউ দুর্নীতি টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাকে জেলে পচতে হবে। আপনারা সকলে ন্যায় ও আল্লাহর পথে থাকেন। আমরা কম খাবো কিন্তু ভাল থাকতে পারবো। আমাদের দুর্নীতি করার দরকার নেই, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের হাসেন মাতুব্বরের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে বহু আলেম-ওলামা হতাহত হয়েছিল। অনেকে হাত-পা হারিয়েছেন ও গুলিবিদ্ধ হয়েছেন। তখন আলেম-ওলামাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল কিন্তু বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। ভালোবাসা ও সম্মান দিয়ে মানুষের মন জয় করতে চাই।
শামা ওবায়েদ বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান এমপি-মন্ত্রী থাকালীন সালথা ও নগরকান্দার কোনো মানুষকে অবমূল্যায়ন তিনি করেননি। কারো ওপর অত্যাচার করা হয়নি। জড়ানো হয়নি মিথ্যা মামলায়। আমি তার সন্তান। আমিও চাই বাবার মতো মানুষের পাঁশে থেকে সেবা করতে।
তিনি বলেন, আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা হবে। যেখানে স্বল্পমূল্যে গরিব মানুষ চিকিৎসা পাবে। শিক্ষাখাতেও ব্যাপক উন্নয়ন করবো। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান করা হবে। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কাজ করব।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আযাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাবিবুর রহমান, আনোয়ার মিয়া, হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি 





















