Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২১০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিগত আড়াই দশক ধরে হিন্দি চলচ্চিত্রে খান ও বচ্চন পরিবারের প্রভাব স্পষ্ট হলেও বলিউডের ‘রাজতন্ত্র’ বলতে আজও একবাক্যে কাপুর সাম্রাজ্যকেই বোঝানো হয়। সেই ঐতিহ্যবাহী পরিবারের বউমা হিসেবে কাজ ও সংসারের ভারসাম্য বজায় রেখে চলেছেন আলিয়া ভাট। এবার এক অনন্য স্টাইলে আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে ধরা দেন আলিয়া এমন এক পোশাকে যা মুহূর্তেই নজর কাড়ে। তার পরনে ছিল আকাশি রঙের একটি সাধারণ রুচিশীল শার্ট যার বুকের কাছে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল ‘কাপুর’।

ছিমছাম মেকআপ ও অভিজাত ফ্যাশন সেন্সে সবসময় নজরকাড়া লুকে হাজির হয়ে থাকেন এই অভিনেত্রী। তবে এবার পোশাকের কাট বা ডিজাইনের চেয়েও বেশি আলোচনায় উঠে আসে তার শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবি। পোশাকটি ঘিরে মুহূর্তেই চর্চা শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট। অনুরাগীরা আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে আখ্যা দেন। কেউ কেউ বলছেন সাজপোশাকের মাধ্যমেই নিজের পরিবারের প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন তিনি।

এর আগেও কাপুর পরিবারের প্রতি আলিয়ার টান বারবার দেখা গেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে তার উষ্ঞ সম্পর্ক, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি কিংবা কাজের ফাঁকে পরিবারের জন্য সময় বের করে নেয়া সব মিলিয়েই তিনি হয়ে উঠেছেন কাপুরদের নয়নমণি।

সিনেমা, প্রযোজনা সংস্থা আর শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও সংসার সামলাতে তিনি যে কতটা সচেতন তা নিয়েও প্রশংসা কম নয়।

বলিউডে দীর্ঘ আড়াই দশক ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জে-৩ : স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

প্রকাশের সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

বিনোদন ডেস্ক : 

বিগত আড়াই দশক ধরে হিন্দি চলচ্চিত্রে খান ও বচ্চন পরিবারের প্রভাব স্পষ্ট হলেও বলিউডের ‘রাজতন্ত্র’ বলতে আজও একবাক্যে কাপুর সাম্রাজ্যকেই বোঝানো হয়। সেই ঐতিহ্যবাহী পরিবারের বউমা হিসেবে কাজ ও সংসারের ভারসাম্য বজায় রেখে চলেছেন আলিয়া ভাট। এবার এক অনন্য স্টাইলে আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে ধরা দেন আলিয়া এমন এক পোশাকে যা মুহূর্তেই নজর কাড়ে। তার পরনে ছিল আকাশি রঙের একটি সাধারণ রুচিশীল শার্ট যার বুকের কাছে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল ‘কাপুর’।

ছিমছাম মেকআপ ও অভিজাত ফ্যাশন সেন্সে সবসময় নজরকাড়া লুকে হাজির হয়ে থাকেন এই অভিনেত্রী। তবে এবার পোশাকের কাট বা ডিজাইনের চেয়েও বেশি আলোচনায় উঠে আসে তার শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবি। পোশাকটি ঘিরে মুহূর্তেই চর্চা শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট। অনুরাগীরা আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে আখ্যা দেন। কেউ কেউ বলছেন সাজপোশাকের মাধ্যমেই নিজের পরিবারের প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন তিনি।

এর আগেও কাপুর পরিবারের প্রতি আলিয়ার টান বারবার দেখা গেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে তার উষ্ঞ সম্পর্ক, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি কিংবা কাজের ফাঁকে পরিবারের জন্য সময় বের করে নেয়া সব মিলিয়েই তিনি হয়ে উঠেছেন কাপুরদের নয়নমণি।

সিনেমা, প্রযোজনা সংস্থা আর শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও সংসার সামলাতে তিনি যে কতটা সচেতন তা নিয়েও প্রশংসা কম নয়।

বলিউডে দীর্ঘ আড়াই দশক ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট।