ঝালকাঠির ভিমরুলীসহ আশেপাশে গ্রামের ভাসমান পেয়ারার হাট ও বাগানে বেড়েছে ব্যবসায়ী ও পর্যটকের আনাগোনা। হাটে আসা পাইকারি ক্রেতা-বিক্রেতারা জানান, ভিমরুলীর ভাসমান হাটের পেয়ারা যাচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে। কৃষি বিভাগ জানিয়েছে, এবার ফলন ভালো হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ও নবগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে যেদিকেই চোখ যায় কেবলই দেখা মেলে সারি সারি পেয়ারার বাগান। এবছর পেয়ারার ফলনও হয়েছে বাম্পার। তাই মৌসুমের শুরুতেই জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারার হাট।
ছোট ছোট নৌকায় বাগান থেকে ভাসমান হাটে পেয়ারা নিয়ে আসছেনচাষিরা। হাটেচাষিদের কাছ থেকে পেয়ারা কিনছেন পাইকারী ব্যবসায়ীরা। পদ্মা সেতু চালু হওয়ায় এবার সহজেই এখানকার পেয়ারা পৌঁছে যাচ্ছেরাজধানীতে।
শুধু পেয়ারার বেচাকেনা নয়,দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই ভাসমান হাটে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসছেন পর্যটকরাও।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজ জানালেন, এবার পেয়ারার ফলন ভালো হয়েছে। চাষীরা যথেষ্ট দাম পাবেন বলে তার আশা।
ঝালকাঠি সদর উপজেলায় এবছর ৫৩০ হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার তিনশো মেট্রিক টন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।
ঝালকাঠি সংবাদদাতা 























