Dhaka শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্মাণের ৬ মাস না যেতেই সেতুর সংযোগ সড়কে ধস

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরের সরিষাবাড়ীতে নির্মাণের মাত্র ছয় মাসের মাথায় একটি গার্ডার ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা, আর চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষদের।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত ব্রিজটিতে গিয়ে এমন চিত্র দেখা যায়। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক সংস্কার করে ঝুঁকিমুক্ত করা হোক।

সরেজমিন দেখা গেছে, সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজারসংলগ্ন ঝিনাই শাখা নদীর ওপর ছয় মাস আগে ১৪০ মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। পাশাপাশি দুই পাশে প্রায় ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়। ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় জামালপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চৌধুরী এন্টারপ্রাইজ’। এতে ব্যয় হয় ১১ কোটি ৩৫ লাখ ২২ হাজার ১৩৬ টাকা।

এই ব্রিজ দিয়ে উপজেলার আদ্রা, চর রৌহা এবং পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে। তবে নির্মাণ শেষ হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়ে। ফলে ব্রিজের উভয় পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন ও পথচারীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের নিম্নমানের কাজের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আফছার আলী ও লালন মিয়া বলেন, কোটি টাকার প্রকল্প হলেও সংযোগ সড়ক টিকল না ছয় মাস। বন্যা এলে কী হবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা। ইতোমধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য শাকিল জানান, কাজ চলার সময়ই আমরা নিম্নমানের কাজের বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ শেষ করেন। এখন সাধারণ মানুষই ভুক্তভোগী। উপজেলা এলজিইডিকে জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, রাজনৈতিক কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, চৌধুরী এন্টারপ্রাইজ ২০২৩ থেকে ২০২৫ সালের জুনের মধ্যে ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন করেছে। সংযোগ সড়ক ধসের বিষয়টি আমরা অবগত। ঠিকাদারকে দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজ শিগগিরই শুরু হবে বলে আশা করছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নির্মাণের ৬ মাস না যেতেই সেতুর সংযোগ সড়কে ধস

প্রকাশের সময় : ০৩:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরের সরিষাবাড়ীতে নির্মাণের মাত্র ছয় মাসের মাথায় একটি গার্ডার ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা, আর চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষদের।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত ব্রিজটিতে গিয়ে এমন চিত্র দেখা যায়। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক সংস্কার করে ঝুঁকিমুক্ত করা হোক।

সরেজমিন দেখা গেছে, সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজারসংলগ্ন ঝিনাই শাখা নদীর ওপর ছয় মাস আগে ১৪০ মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। পাশাপাশি দুই পাশে প্রায় ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়। ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় জামালপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চৌধুরী এন্টারপ্রাইজ’। এতে ব্যয় হয় ১১ কোটি ৩৫ লাখ ২২ হাজার ১৩৬ টাকা।

এই ব্রিজ দিয়ে উপজেলার আদ্রা, চর রৌহা এবং পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে। তবে নির্মাণ শেষ হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়ে। ফলে ব্রিজের উভয় পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন ও পথচারীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের নিম্নমানের কাজের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আফছার আলী ও লালন মিয়া বলেন, কোটি টাকার প্রকল্প হলেও সংযোগ সড়ক টিকল না ছয় মাস। বন্যা এলে কী হবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা। ইতোমধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য শাকিল জানান, কাজ চলার সময়ই আমরা নিম্নমানের কাজের বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ শেষ করেন। এখন সাধারণ মানুষই ভুক্তভোগী। উপজেলা এলজিইডিকে জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, রাজনৈতিক কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, চৌধুরী এন্টারপ্রাইজ ২০২৩ থেকে ২০২৫ সালের জুনের মধ্যে ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন করেছে। সংযোগ সড়ক ধসের বিষয়টি আমরা অবগত। ঠিকাদারকে দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজ শিগগিরই শুরু হবে বলে আশা করছি।