খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাজুল ইসলাম (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাজুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাটিরাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেফতার তাজুলের বিরুদ্ধে চেক জালিয়াতি, হামলা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১১টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 






















