Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লেভার কাপে একই দলে ফেদেরার, জোকোভিচ ও নাদাল

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • ১৯৬ জন দেখেছেন

লেভার কাপ টেনিসে প্রথমবারের মতো একই দলে রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। এই বিগ থ্রির টিমে আছেন আরেক তারাকা অ্যান্ডি মারেও। অস্ট্রেলিয়ান গ্রেট রড লেভারের নামে তিন দিনের এই টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

ইউরোপের ৬ জন ও অবশিষ্ট বিশ্ব থেকে ৬ জন খেলোয়াড়ের মধ্যে হয়ে থাকে বার্ষিক এই দলীয় টুর্নামেন্ট। লন্ডনে এবারের আসরে ইউরোপ দলের চতুর্থ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ী জোকোভিচের নাম নিশ্চিত করা হয় গেল রাতে।

গত দুই দশকে ছেলেদের টেনিসে নাদাল, জোকোভিচ, ফেদেরার ও মারে মিলে মোট ৬৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষ এককে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্প্যানিশ তারকা নাদালের।

একটি কম নিয়ে তার পরেই আছেন জোকোভিচ। সুইস তারকা ফেদেরার জিতেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম আর ব্রিটিশ তারকা মারে তিনটি। ইউরোপ দলের নেতৃত্বে থাকবেন সাবেক সুইডিশ তারকা বিওন বোর্গ। তার নেতৃত্বে আগের চার আসরেই শিরোপা জিতেছে ইউরোপ।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

লেভার কাপে একই দলে ফেদেরার, জোকোভিচ ও নাদাল

প্রকাশের সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২

লেভার কাপ টেনিসে প্রথমবারের মতো একই দলে রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। এই বিগ থ্রির টিমে আছেন আরেক তারাকা অ্যান্ডি মারেও। অস্ট্রেলিয়ান গ্রেট রড লেভারের নামে তিন দিনের এই টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

ইউরোপের ৬ জন ও অবশিষ্ট বিশ্ব থেকে ৬ জন খেলোয়াড়ের মধ্যে হয়ে থাকে বার্ষিক এই দলীয় টুর্নামেন্ট। লন্ডনে এবারের আসরে ইউরোপ দলের চতুর্থ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ী জোকোভিচের নাম নিশ্চিত করা হয় গেল রাতে।

গত দুই দশকে ছেলেদের টেনিসে নাদাল, জোকোভিচ, ফেদেরার ও মারে মিলে মোট ৬৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষ এককে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্প্যানিশ তারকা নাদালের।

একটি কম নিয়ে তার পরেই আছেন জোকোভিচ। সুইস তারকা ফেদেরার জিতেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম আর ব্রিটিশ তারকা মারে তিনটি। ইউরোপ দলের নেতৃত্বে থাকবেন সাবেক সুইডিশ তারকা বিওন বোর্গ। তার নেতৃত্বে আগের চার আসরেই শিরোপা জিতেছে ইউরোপ।