Dhaka বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতি পেল ভারত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • ১৯১ জন দেখেছেন

ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি দেশটির প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতিও।

বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। খবর এনটিভি

দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লোখ ৪০ হাজার ৯৯৬ ভোট। কিন্তু এর বিপরীতে তিনি ইতোমধ্যে ভোট পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭।

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

আরও পড়ুন: অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ, রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ
পূর্বনির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে শুরু হয়েছে ১৬তম রাষ্ট্রপতি ভোটের গণনাপর্ব। দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী জোটের যশবন্ত সিন্‌হার মধ্যেই কে হতে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরি। এ নিয়ে ছিল টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতির পদ জয় করে নিলেন দ্রৌপদী।

এদিকে রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু জয় লাভে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বিজেপি সমর্থকদের মাঝে। সব রাজ্য শাখাকেও বলা হয়েছে, চূড়ান্ত ফল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মিষ্টিমুখ কর্মসূচি পালন করতে। সম্ভব হলে বিজয় মিছিল করতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৃষ্টি হলেই হাঁটু সমান কাঁদা, চরম ভোগান্তিতে মামাখালীর মানুষ

প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতি পেল ভারত

প্রকাশের সময় : ১১:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি দেশটির প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতিও।

বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। খবর এনটিভি

দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লোখ ৪০ হাজার ৯৯৬ ভোট। কিন্তু এর বিপরীতে তিনি ইতোমধ্যে ভোট পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭।

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

আরও পড়ুন: অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ, রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ
পূর্বনির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে শুরু হয়েছে ১৬তম রাষ্ট্রপতি ভোটের গণনাপর্ব। দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী জোটের যশবন্ত সিন্‌হার মধ্যেই কে হতে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরি। এ নিয়ে ছিল টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতির পদ জয় করে নিলেন দ্রৌপদী।

এদিকে রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু জয় লাভে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বিজেপি সমর্থকদের মাঝে। সব রাজ্য শাখাকেও বলা হয়েছে, চূড়ান্ত ফল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মিষ্টিমুখ কর্মসূচি পালন করতে। সম্ভব হলে বিজয় মিছিল করতে হবে।