Dhaka সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হানিফ পরিবহনের বাস থেকে যাত্রীর লাগেজ উধাও, আটক ৩

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

ঢাকা থেকে পটুয়াখালীগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে বিদেশ ফেরত এক যাত্রীর লাগেজ উধাওয়ের অভিযোগে চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) ভোরে দুমকির পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনজুরুল আলম জানান, শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকার আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭০৮) বাসে পটুয়াখালীর লেবুখালী পাগলার উদ্দেশ্যে রওনা হন। মালামাল দেওয়ার সময় টোকেন না দিয়ে বাস কর্তৃপক্ষ আশ্বস্ত করে। ভোরে নামার পর তিনি তার একটি লাগেজ ও মালামালের প্যাকেট পাননি।

বাস কর্তৃপক্ষ লাগেজ দিতে ব্যর্থ হলে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে থানায় নেয়। বাসের সুপারভাইজার ও হেলপার লাগেজ হারানোর বিষয়টি স্বীকার করেছেন।

হানিফ পরিবহনের বরিশাল বিভাগের ম্যানেজার রানা তালুকদার বলেন, অভিযোগের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সমাধান না হলে ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে পারবেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হানিফ পরিবহনের বাস থেকে যাত্রীর লাগেজ উধাও, আটক ৩

প্রকাশের সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

ঢাকা থেকে পটুয়াখালীগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে বিদেশ ফেরত এক যাত্রীর লাগেজ উধাওয়ের অভিযোগে চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) ভোরে দুমকির পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনজুরুল আলম জানান, শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকার আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭০৮) বাসে পটুয়াখালীর লেবুখালী পাগলার উদ্দেশ্যে রওনা হন। মালামাল দেওয়ার সময় টোকেন না দিয়ে বাস কর্তৃপক্ষ আশ্বস্ত করে। ভোরে নামার পর তিনি তার একটি লাগেজ ও মালামালের প্যাকেট পাননি।

বাস কর্তৃপক্ষ লাগেজ দিতে ব্যর্থ হলে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে থানায় নেয়। বাসের সুপারভাইজার ও হেলপার লাগেজ হারানোর বিষয়টি স্বীকার করেছেন।

হানিফ পরিবহনের বরিশাল বিভাগের ম্যানেজার রানা তালুকদার বলেন, অভিযোগের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সমাধান না হলে ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে পারবেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।