পাবনা জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফার কাছে তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্যসচিব অ্যাড. মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও শেখ আবু ওবায়দা তুহিন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হন।
মনোনয়নপত্র দাখিল শেষে শিমুল বিশ্বাস বলেন, শত শত নেতাকর্মী উপস্থিত হলেও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কর্মকর্তা, প্রশাসন ও সংশ্লিষ্টদের যেভাবে সহযোগিতা করা প্রয়োজন, আমরা বড় দল ও দলের প্রার্থী হিসেবে সেটি করব। সর্বোচ্চ আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। অন্য দল বা দলের প্রার্থীরাও একইভাবে নিয়ম অনুসরণ কবেন বলে প্রত্যাশা রাখি।
শিমুল বিশ্বাস আরো বলেন, এই দেশ গঠনের আকাঙ্ক্ষায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যে ত্যাগ, সেটির মূল্যায়ন এবারের নির্বাচনে দেশের মানুষ করবে বলে আশা রাখি। ধানের শীষে ভোট দিয়ে দেশে আইন ও সুশাসন নিশ্চিতে কাজ করার সুযোগ দেশের মানুষ দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে এ পর্যন্ত মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত জমা দিয়েছেন দুজন।
পাবনা জেলা প্রতিনিধি 























