ভোলা জেলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার ভেদুরিয়া গ্রামের মো. তাহেরের ছেলে মো. মিজান। অপরজন মো. রিয়াজ উদ্দিন, তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহত আরেকজন হলেন- লালমোহন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আজমির আমিন (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ভোলার লালমোহন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর অভিমুখে যাচ্ছিল। এ সময় সিএনজিটি বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সিএনজিতে থাকা আরও ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পুরো পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক ও সিএনজি চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা জেলা প্রতিনিধি 























