কুমিল্লা জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে আসিফ মাহমুদের মনোনয়ন কেনার রেজিস্ট্রার বইয়ের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসিফ মাহমুদের কিছু সমর্থক তাকে না জানিয়ে এই মনোনয়ন নিয়েছেন বলে দাবি করা হয়েছে আসিফ মাহমুদের পক্ষ থেকে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে একটি মনোনয়ন বিতরণ করা হয়েছে।
এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করে বলেন, আসিফ মাহমুদ তার জাতীয় পরিচয়পত্র আমাদের কাছে পাঠিয়েছেন। সেই অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর আসন থেকেই নির্বাচন করবেন।
মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে ওই আসনে তিনি ভোটার তালিকাভুক্ত হয়েছেন এবং প্রচারণাও শুরু করেছেন। তবে মুরাদনগর আসনে নির্বাচন করার বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মিনহাজুল হক বলেন, জোটগত রাজনীতিতে যেকোনো সময় নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে। সে কারণেই একাধিক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপি থেকে সর্বাধিক ২৭টি, জামায়াত থেকে ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তার কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেহেতু তিনি নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি তখন বিশেষভাবে নজরে আসেনি। এছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রির কার্যক্রমও বন্ধ ছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি দায়িত্ব পান। আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এএফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। চলতি বছরের ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম।
এর আগেগত ৯ নভেম্বর বিকেলে ভোটার এলাকা মুরাদনগর থেকে ঢাকায় ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন আসিফ মাহমুদ। ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন তিনি। আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।
কুমিল্লা জেলা প্রতিনিধি 





















