Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জনের প্রাণহানি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ১৮৫ জন দেখেছেন

এবারের ঈদযাত্রায় ৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গত সাত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সড়কে সবচেরয় বেশি মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯শে জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গত সাত বছরের ঈদুল আজহার মধ্যে সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে এবার। যাত্রীদের দুর্ভোগ লাঘবে অতীতের মতো আমরা একটিও যানবাহন সড়কে বাড়াতে পারিনি। এবারে সড়কে দীর্ঘ যানজটও দেখা গেছে। যানজটের কারণে হোটেলগুলো এ অফার লুফে নিয়েছে। এছাড়া যাত্রীদের ৩০০ টাকার ভাড়া ২০০০ টাকা পর্যন্ত গুণতে হয়েছে।

মোজাম্মেল হক জানান, এবার সড়ক রেল ও নৌকাতে মোট ৪৫৪ টি দুর্ঘটনায় ৪৪০ জন নিহত ও ৭৯১ জন আহত হয়েছে। এছাড়া ঈদযাত্রায় মোটরসাইকেলে ৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। ঈদে ১১৩ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে।

দুর্ঘটনার জন্য সাতটি কারণ উল্লেখ করে সংস্থাটি। এসময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য আটটি সুপারিশ করেছে সংগঠনটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ১২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

এবারের ঈদযাত্রায় ৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গত সাত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সড়কে সবচেরয় বেশি মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯শে জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গত সাত বছরের ঈদুল আজহার মধ্যে সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে এবার। যাত্রীদের দুর্ভোগ লাঘবে অতীতের মতো আমরা একটিও যানবাহন সড়কে বাড়াতে পারিনি। এবারে সড়কে দীর্ঘ যানজটও দেখা গেছে। যানজটের কারণে হোটেলগুলো এ অফার লুফে নিয়েছে। এছাড়া যাত্রীদের ৩০০ টাকার ভাড়া ২০০০ টাকা পর্যন্ত গুণতে হয়েছে।

মোজাম্মেল হক জানান, এবার সড়ক রেল ও নৌকাতে মোট ৪৫৪ টি দুর্ঘটনায় ৪৪০ জন নিহত ও ৭৯১ জন আহত হয়েছে। এছাড়া ঈদযাত্রায় মোটরসাইকেলে ৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। ঈদে ১১৩ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে।

দুর্ঘটনার জন্য সাতটি কারণ উল্লেখ করে সংস্থাটি। এসময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য আটটি সুপারিশ করেছে সংগঠনটি।