Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘৯৯৯’ এ কল, সাগর থেকে ১২ চীনা নাবিক জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

বঙ্গোপসাগরে ১২ চীনা নাবিককে নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। বুধবার (২৯ মার্চ) বেলা ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৯৯৯-এর মিডিয়া কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের কাছে অবস্থান করা এনডিই-১৪ নামে একটি লাইটার জাহাজের একজন নাবিক আলি আজগর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, তারা চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন। মাদার ভেসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিড বোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে ওপর থেকে সাগরে পড়ে উল্টে যায়।

তিনি আরও জানান, এর মধ্যে দু-একজন নাবিক বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি সবাই উল্টানো বোটের ভেতর আটকে ছিলেন। আশে-পাশের কিছু বোট এগিয়ে আসলেও উল্টানো স্পিডবোটের ভিতর থেকে নাবিকদের উদ্ধার করতে সক্ষম হননি। এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে কলার ফোন করেন।

আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ কলটেকার কনস্টেবল আকাশ চন্দ্র নাথ কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল আকাশ তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ ডিস্পাচার এসআই জয়ন্ত ঘরামী কোস্টগার্ড এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা শেষে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে : ফারুক-ই-আজম

‘৯৯৯’ এ কল, সাগর থেকে ১২ চীনা নাবিক জীবিত উদ্ধার

প্রকাশের সময় : ০৩:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বঙ্গোপসাগরে ১২ চীনা নাবিককে নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। বুধবার (২৯ মার্চ) বেলা ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৯৯৯-এর মিডিয়া কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের কাছে অবস্থান করা এনডিই-১৪ নামে একটি লাইটার জাহাজের একজন নাবিক আলি আজগর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, তারা চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন। মাদার ভেসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিড বোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে ওপর থেকে সাগরে পড়ে উল্টে যায়।

তিনি আরও জানান, এর মধ্যে দু-একজন নাবিক বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি সবাই উল্টানো বোটের ভেতর আটকে ছিলেন। আশে-পাশের কিছু বোট এগিয়ে আসলেও উল্টানো স্পিডবোটের ভিতর থেকে নাবিকদের উদ্ধার করতে সক্ষম হননি। এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে কলার ফোন করেন।

আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ কলটেকার কনস্টেবল আকাশ চন্দ্র নাথ কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল আকাশ তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ ডিস্পাচার এসআই জয়ন্ত ঘরামী কোস্টগার্ড এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা শেষে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।