Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৯৯৯-এ কলে গভীর সাগর থেকে ১৯ জেলে উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্টে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯-এ কলের সহযোগিতায় শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, গত ২৩ এপ্রিল এফভি ‘সজীব-১’ নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা হয়। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করেন। এসময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। পরে ২৮ এপ্রিল ট্রলারটির পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাওয়া হয়।

তারা আরও জানায়, খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীনের নেতৃত্বে তৎক্ষণাৎ সমুদ্রে উদ্ধার অভিযানে নেমে পড়ে। অভিযান চলাকালীন শনিবার আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২ দশমিক ৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ফিশিং বোট দেখতে পাওয়া যায়। পরে সেটির কাছে গিয়ে ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেয়া হয়।

নৌকাটি উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

৯৯৯-এ কলে গভীর সাগর থেকে ১৯ জেলে উদ্ধার

প্রকাশের সময় : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

কক্সবাজার জেলা প্রতিনিধি

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্টে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯-এ কলের সহযোগিতায় শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, গত ২৩ এপ্রিল এফভি ‘সজীব-১’ নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা হয়। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করেন। এসময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। পরে ২৮ এপ্রিল ট্রলারটির পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাওয়া হয়।

তারা আরও জানায়, খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীনের নেতৃত্বে তৎক্ষণাৎ সমুদ্রে উদ্ধার অভিযানে নেমে পড়ে। অভিযান চলাকালীন শনিবার আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২ দশমিক ৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ফিশিং বোট দেখতে পাওয়া যায়। পরে সেটির কাছে গিয়ে ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেয়া হয়।

নৌকাটি উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।