Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৯৬ শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : 

এজিয়ান প্রদেশ থেকে আলাদা ঘটনায় ৯৬ জন শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্ক ।

এক বিবৃতিতে বুধবার (২৪ মে) এ তথ্য জানায় দেশটির কোস্টগার্ড।

বিবৃতিতে তারা জানায়, গ্রিক বাহিনীর তাড়া খেয়ে মুগলার ডাটকা জেলার কাছে চলে আসা দুটি লাইফবোটে থাকা ৫০ শরণার্থী এবং অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দালামান জেলার উপকূল থেকে আরও উদ্ধার করা হয়েছে ৪৬ জন শরণার্থীকে। উদ্ধারের পর অভিবাসীদের প্রাদেশিক অভিবাসন ব্যবস্থাপনা অধিদফতরে নিয়ে যাওয়া হয়েছে।

শরণার্থীদের এভাবে ঠেলে দেওয়ায় তুরস্কসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গ্রিস সরকারের কঠোর সমালোচনা করে আসছে। তারা বলছে, এসব ঘটনা নারী ও শিশুসহ অসহায় অভিবাসীদের জীবনকে বিপন্ন করে তুলেছে। এসব আরচণ মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

গৃহযুদ্ধ ও অর্থনৈতিক মন্দার কারণে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক অবৈধপথে ইউরোপে ঢুকতে চাইছেন। তাদের এই যাত্রায় ট্রানজিট পয়েন্ট হিসেবে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দেশ। সূত্র: টিআরটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

৯৬ শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করলো তুরস্ক

প্রকাশের সময় : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

এজিয়ান প্রদেশ থেকে আলাদা ঘটনায় ৯৬ জন শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্ক ।

এক বিবৃতিতে বুধবার (২৪ মে) এ তথ্য জানায় দেশটির কোস্টগার্ড।

বিবৃতিতে তারা জানায়, গ্রিক বাহিনীর তাড়া খেয়ে মুগলার ডাটকা জেলার কাছে চলে আসা দুটি লাইফবোটে থাকা ৫০ শরণার্থী এবং অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দালামান জেলার উপকূল থেকে আরও উদ্ধার করা হয়েছে ৪৬ জন শরণার্থীকে। উদ্ধারের পর অভিবাসীদের প্রাদেশিক অভিবাসন ব্যবস্থাপনা অধিদফতরে নিয়ে যাওয়া হয়েছে।

শরণার্থীদের এভাবে ঠেলে দেওয়ায় তুরস্কসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গ্রিস সরকারের কঠোর সমালোচনা করে আসছে। তারা বলছে, এসব ঘটনা নারী ও শিশুসহ অসহায় অভিবাসীদের জীবনকে বিপন্ন করে তুলেছে। এসব আরচণ মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

গৃহযুদ্ধ ও অর্থনৈতিক মন্দার কারণে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক অবৈধপথে ইউরোপে ঢুকতে চাইছেন। তাদের এই যাত্রায় ট্রানজিট পয়েন্ট হিসেবে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দেশ। সূত্র: টিআরটি।