Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৮ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১৯২ জন দেখেছেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

দীর্ঘ আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে কারাগার থেকে বের হন তিনি। এ সময় কারাগারের গেটে উপস্থিত থাকা অসংখ্য নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে, সোমবার (১৯ আগস্ট) উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর আসলাম চৌধুরীকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।

তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। পর্যায়ক্রমে সবগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাঁকে গতকাল সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন।

আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।

২০১৩ সালের ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পরও তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। গতকাল সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাঁকে মুক্তির আদেশ দিয়েছেন।

রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ২০টি মামলা রয়েছে।

এদিকে জামিনে বেরিয়ে আসার খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম কারাগারের সামনে নেতা-কর্মীরা ভিড় জমান। সকাল ১০টার দিকে আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পরপরই দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। এ সময় সেখানে কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

৮ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী

প্রকাশের সময় : ০৩:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

দীর্ঘ আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে কারাগার থেকে বের হন তিনি। এ সময় কারাগারের গেটে উপস্থিত থাকা অসংখ্য নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে, সোমবার (১৯ আগস্ট) উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর আসলাম চৌধুরীকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।

তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। পর্যায়ক্রমে সবগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাঁকে গতকাল সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন।

আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।

২০১৩ সালের ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পরও তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। গতকাল সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাঁকে মুক্তির আদেশ দিয়েছেন।

রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ২০টি মামলা রয়েছে।

এদিকে জামিনে বেরিয়ে আসার খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম কারাগারের সামনে নেতা-কর্মীরা ভিড় জমান। সকাল ১০টার দিকে আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পরপরই দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। এ সময় সেখানে কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।