Dhaka বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৬৫-তে আফজাল হোসেন

অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, বিজ্ঞাপন নির্মাতা বহু পরিচয়ে পরিচিত তিনি। তার ক্যারিয়ারে শুরুটা হয়েছিল একজন থিয়েটারকর্মী হিসেবে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি।

সত্তর দশকের শেষ দিকে তিনি টেলিভিশন জগতে প্রবেশ করেন। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। কথা হচ্ছে- অভিনেতা আফজাল হোসেনকে নিয়ে।

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন বরেণ্য এই অভিনেতা-নির্মাতা-চিত্রশিল্পী। আজ এই তারকার ৬৫তম জন্মদিন। যদিও সনদ অনুযায়ী তার জন্মদিন ২৭ মার্চ।

আফজাল হোসেন নিজেও জানতেন তার জন্মদিন ২৭ মার্চ। তার পড়াশোনার সব সনদপত্রে সেটাই উল্লেখ ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর সত্যটি জানা গেল। মরহুম বাবার একটি লেখা থেকে আফজাল জানতে পারেন, তার প্রকৃত জন্মদিন ১৯ জুলাই।

শুধু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেননি আফজাল হোসেন। তার অভিনীত ‘দুই জীবন’, ‘নতুন বউ’ এবং ‘পালাবি কোথায়’ সিনেমাগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে।

অভিনয় নয়, চিরতরুণ এই অভিনেতার রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

৬৫-তে আফজাল হোসেন

প্রকাশের সময় : ০৫:৩৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, বিজ্ঞাপন নির্মাতা বহু পরিচয়ে পরিচিত তিনি। তার ক্যারিয়ারে শুরুটা হয়েছিল একজন থিয়েটারকর্মী হিসেবে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি।

সত্তর দশকের শেষ দিকে তিনি টেলিভিশন জগতে প্রবেশ করেন। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। কথা হচ্ছে- অভিনেতা আফজাল হোসেনকে নিয়ে।

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন বরেণ্য এই অভিনেতা-নির্মাতা-চিত্রশিল্পী। আজ এই তারকার ৬৫তম জন্মদিন। যদিও সনদ অনুযায়ী তার জন্মদিন ২৭ মার্চ।

আফজাল হোসেন নিজেও জানতেন তার জন্মদিন ২৭ মার্চ। তার পড়াশোনার সব সনদপত্রে সেটাই উল্লেখ ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর সত্যটি জানা গেল। মরহুম বাবার একটি লেখা থেকে আফজাল জানতে পারেন, তার প্রকৃত জন্মদিন ১৯ জুলাই।

শুধু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেননি আফজাল হোসেন। তার অভিনীত ‘দুই জীবন’, ‘নতুন বউ’ এবং ‘পালাবি কোথায়’ সিনেমাগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে।

অভিনয় নয়, চিরতরুণ এই অভিনেতার রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।