Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৬০তম জন্মদিনের গৌরীর সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন আমির

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড তারকা আমির খানের চার বছর আগেই কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। জানা গেছে, আমির অন্যকে মন দিয়েছেন। শুধু তাই নয়, নতুন মানুষের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত এ অভিনেতা। তবে একেবারে অন্তরালে রহস্যময়ী। নাম শোনা গেলেও, তাকে দেখা যায়নি। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০তম প্রাক জন্মদিন উদযাপন করলেন আমির। তবে সে ছবি প্রকাশ্যে আসেনি।

শুক্রবার (১৪ মার্চ) আমিরের জন্মদিন। এবার আবার ৬০তম জন্মদিন বলে কথা! তাই উদযাপনও বেশ জমকালো। বুধবার রাতেই তার বাড়িতে শাহরুখ, সালমান খানরা অংশ নেন। বৃহস্পতিবার গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক জন্মদিন উদযাপনে মাতেন আমির। ওই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে ফটো সাংবাদিককে ছবি প্রকাশ্যে আনতে নিষেধ করেন আমির। অভিনেতার অনুরোধ অবশ্য শোনেন সবাই।

বিচ্ছেদের এতকাল বাদেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই সাবেকের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট রয়েছে। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুদিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই তাদের মাঝে। প্রেম নিয়ে ৬০ বছরের আমির খান এখনো আগের মতোই।

আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। তবে কয়েক বছর আগে ফের তাদের যোগাযোগ হয়। আমির বলেন, ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন কেমন আপনাদের কিছুই টের পেতে দেইনি’! খবর হিন্দুস্তান টাইমসের।

অভিনেতা আরও জানান, তিনি গৌরীকে শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এমনকি গৌরীর ‘মানসিক শান্তির’ জন্য তার জন্য ব্যক্তিগত সুরক্ষাও নিয়োগ করেছেন।

গৌরী বেঙ্গালুরুতে থাকতেন এবং এর আগেও তার বিয়ে হয়েছিল। তার ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমির বলেছিলেন যে তার সন্তানরা এবং পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে এবং সবাই খুবই খুশি। সবশেষে আমির তার ২০০১ সালের হিট ‘লগান’-এর কথা উল্লেখ করে বলেছিলেন, ‘ভুবন কো উস্কি গৌরি মিল হি গয়ি’।

প্রসঙ্গত, গত মাস থেকেই গৌরী নামের একটি মেয়ের সঙ্গে আমিরের প্রেমের খবর ও রেডিট পোস্ট ছড়িয়ে পড়ে। আমির এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে তার ছেলে জুনেইদ এবং মেয়ে ইরা আছে। তারপরে তিনি কিরণ রাওকে বিয়ে করেছিলেন এবং তার সেই বিয়ে থেকে দুজনের ছেলে আজাদের জন্ম। ২০২২ সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৬০তম জন্মদিনের গৌরীর সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন আমির

প্রকাশের সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক : 

বলিউড তারকা আমির খানের চার বছর আগেই কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। জানা গেছে, আমির অন্যকে মন দিয়েছেন। শুধু তাই নয়, নতুন মানুষের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত এ অভিনেতা। তবে একেবারে অন্তরালে রহস্যময়ী। নাম শোনা গেলেও, তাকে দেখা যায়নি। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০তম প্রাক জন্মদিন উদযাপন করলেন আমির। তবে সে ছবি প্রকাশ্যে আসেনি।

শুক্রবার (১৪ মার্চ) আমিরের জন্মদিন। এবার আবার ৬০তম জন্মদিন বলে কথা! তাই উদযাপনও বেশ জমকালো। বুধবার রাতেই তার বাড়িতে শাহরুখ, সালমান খানরা অংশ নেন। বৃহস্পতিবার গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক জন্মদিন উদযাপনে মাতেন আমির। ওই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে ফটো সাংবাদিককে ছবি প্রকাশ্যে আনতে নিষেধ করেন আমির। অভিনেতার অনুরোধ অবশ্য শোনেন সবাই।

বিচ্ছেদের এতকাল বাদেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই সাবেকের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট রয়েছে। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুদিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই তাদের মাঝে। প্রেম নিয়ে ৬০ বছরের আমির খান এখনো আগের মতোই।

আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। তবে কয়েক বছর আগে ফের তাদের যোগাযোগ হয়। আমির বলেন, ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন কেমন আপনাদের কিছুই টের পেতে দেইনি’! খবর হিন্দুস্তান টাইমসের।

অভিনেতা আরও জানান, তিনি গৌরীকে শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এমনকি গৌরীর ‘মানসিক শান্তির’ জন্য তার জন্য ব্যক্তিগত সুরক্ষাও নিয়োগ করেছেন।

গৌরী বেঙ্গালুরুতে থাকতেন এবং এর আগেও তার বিয়ে হয়েছিল। তার ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমির বলেছিলেন যে তার সন্তানরা এবং পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে এবং সবাই খুবই খুশি। সবশেষে আমির তার ২০০১ সালের হিট ‘লগান’-এর কথা উল্লেখ করে বলেছিলেন, ‘ভুবন কো উস্কি গৌরি মিল হি গয়ি’।

প্রসঙ্গত, গত মাস থেকেই গৌরী নামের একটি মেয়ের সঙ্গে আমিরের প্রেমের খবর ও রেডিট পোস্ট ছড়িয়ে পড়ে। আমির এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে তার ছেলে জুনেইদ এবং মেয়ে ইরা আছে। তারপরে তিনি কিরণ রাওকে বিয়ে করেছিলেন এবং তার সেই বিয়ে থেকে দুজনের ছেলে আজাদের জন্ম। ২০২২ সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেন।