স্পোর্টস ডেস্ক :
এক বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেছেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক ও স্বদেশি মডেল গাব্রিয়েলি মিরান্দা। এ বছর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে হইচই ফেলে দেওয়া ১৮ বছর বয়সী এনদ্রিকের থেকে তার স্ত্রী মিরান্দার বয়স ৫ বছর বেশি।
ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে এন্ড্রিক লিখেছেন, ‘তারপর আর আলাদা দুজন বলে কিছু থাকল না, হয়ে গেল এক। অতঃপর ইশ্বর তাঁদের এক করে দিয়েছেন, যাঁদের আর কেউ আলাদা করতে পারে না।’ এরপর লিখেছেন, ‘অবশেষে আমরা এখন বিবাহিত।’
এর আগে এনদ্রিক আর মিরান্দার প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয় গত বছর অক্টোবরে। তবে তাদের প্রেমের সময় কিছু শর্ত যোগ করা হয়। শর্তে বলা হয়, ‘স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন।’ আর এই সম্পর্কের ভিত হলো ‘সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা।’ চুক্তির দ্বিতীয় শর্ত যেকোনো ধরনের নেশাদ্রব্য পান এবং ‘হুট করে আচার-আচরণ পাল্টে ফেলা’ নিষিদ্ধ।
সেখান তারা আরও জানিয়েছেন, ‘যেকোনো পরিস্থিতিতে আই লাভ ইউ (আমি তোমাকে ভালোবাসি) বলা বাধ্যতামূলক।’ নিজেদের মধ্যে কথা বলার সময় কিছু শব্দও তারা ছেঁটে ফেলেছেন চুক্তির শর্ত অনুযায়ী। সেগুলো হলো ‘হুম’, ‘আহেম’, ‘ওকে’, ‘বিউটি’ ও ‘লোল’।
এনদ্রিকের বয়স তখন মাত্র ১৭ বছর ছিল। মিরান্দা তার চেয়ে ৫ বছরের বড় হলেও কীই বা আর বয়স! তখন তো মাত্র ২২। শর্ত মানতে ভুল করলে কী হবে, সেটাও তাই যুক্ত ছিল চুক্তিতে। এনদ্রিক জানিয়েছিলেন, ভুলে হলে ‘জরিমানা দিতে হবে’ আর সেটি হতে হবে উপহারের মোড়কে। এনদ্রিকের ভাষায়, ‘যে এই নিয়ম ভাঙবে মাসের শেষে তাকে এমন কিছু দিতে হবে, যেটা তার প্রেমিক/প্রেমিকার পছন্দের। যেমন আমি তার কাছে একটি অ্যাপল হেডসেট চেয়েছিলাম, সে সেটি দিয়েছে।
২৩ বর্ষী মিরান্ডা পেশায় পুষ্টিবিদ ও মডেল। এক বছরের কম সময় ধরে এন্ড্রিকের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। ব্রাজিলিয়ান সেনসেশনের সঙ্গে প্রেমের খবরটি দিয়েছেন খোদ মিরান্ডা নিজেই। একটি টিভি শোতে এসে নিজেদের প্রেমকাহিনী বর্ণনা করেন তিনি। ওই সময় মিরান্ডা দাবি করেন তিনি জানতেন না যে, এন্ড্রিক একজন ফুটবলার। দুজনের সঙ্গে একটি শপিংমলে দেখা হয়। সেখান থেকে পরিচয়। অতঃপর ভালোলাগা এবং ভালোবাসার গল্পের শুরু।
এর আগে এন্ড্রিক জানিয়েছিলেন, বন্ধুদের মাঝে বাজি ধরতে গিয়ে মিরান্ডার সঙ্গে প্রথম পরিচয় তার। দুজনেরই বন্ধু, এমন একজনের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। তারপর প্রেমের সম্পর্কে জড়ান। প্রেম নিয়ে একটি লিখিত চুক্তিও করেছিলেন তারা।
এই মৌসুমে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন এন্ড্রিকে। নতুন ঠিকানায় ব্রাজিলিয়ান স্ট্রাইকারের রঙিন অভিষেকও হয়েছে। ক্লাব ফুটবলের চলতি মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতিতে গিয়ে শুভ কাজটি সেরে ফেলেছেন এন্ড্রিক। বিয়ের সময় দুই পক্ষের পরিবার এবং ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।
রিয়ালে এখন পর্যন্ত ৪ ম্যাচে এনদ্রিকের গোল ৩টি। এছাড়া ব্রাজিলের জার্সিতে ৭ ম্যাচ খেলেও ৩ গোল পেয়েছেন উদীয়মান তারকা।