Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : 

বন্যা পরিস্থিতি উন্নত হওয়ায় পাঁচ দিন বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামের সঙ্গে শুরু হয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত এক লাইন দিয়ে এই রুটে ট্রেন চলাচল করবে বলে জানা গেছে।

এর আগে সোমবার (২৬ আগস্ট) ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতের কারণে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জে-৩ : স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ

৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

প্রকাশের সময় : ০২:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বন্যা পরিস্থিতি উন্নত হওয়ায় পাঁচ দিন বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামের সঙ্গে শুরু হয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত এক লাইন দিয়ে এই রুটে ট্রেন চলাচল করবে বলে জানা গেছে।

এর আগে সোমবার (২৬ আগস্ট) ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতের কারণে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।