Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রাশেদ খানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আজিজুল হক দিদার। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

শুনানিতে রাশেদ খান মেননের আইনজীবীরা আদালতে বলেন, রাশেদ খান মেনন ছয়বার সংসদ সদস্য ছিলেন। তিনি অসুস্থ। তাই তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ করা হোক। উভয় পক্ষের শুনানি নিয়ে রাশেদ খান মেননকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪–দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদের সরকারে রাশেদ খান মেনন মন্ত্রিত্ব পাননি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর পরপরই রাশেদ খান মেমনকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণ–অভ্যুত্থানে চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েকটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

প্রকাশের সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রাশেদ খানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আজিজুল হক দিদার। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

শুনানিতে রাশেদ খান মেননের আইনজীবীরা আদালতে বলেন, রাশেদ খান মেনন ছয়বার সংসদ সদস্য ছিলেন। তিনি অসুস্থ। তাই তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ করা হোক। উভয় পক্ষের শুনানি নিয়ে রাশেদ খান মেননকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪–দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদের সরকারে রাশেদ খান মেনন মন্ত্রিত্ব পাননি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর পরপরই রাশেদ খান মেমনকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণ–অভ্যুত্থানে চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েকটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে।