ত্রিশাল প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে রেলসেতুর লাইনের নিচের মাটি সরে যাওয়ার ঘটনায় ৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেললাইন অস্থায়ীভাবে মেরামত করলে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে উপজেলার আউলিয়ানগর রেল স্টেশনের কাছাকাছি পাটলী এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রেলসেতুর লাইনের নিচের মাটি সরে যাওয়ায় রেললাইন ধসে গেছে -এমন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল বন্ধ করি। পরে একটানা ৫ ঘণ্টা চেষ্টা করে অস্থায়ী ভিত্তিতে রেললাইন মেরামত করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
নাজমুল হক আরও বলেন, এই রেললাইনটি যেকোনো মুহূর্তে আবারও ধসে যেতে পারে। তাই ধীর গতিতে ট্রেন চালাতে বলা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী রহমান রাজ বলেন, বৃটিশ আমলে নির্মিত সেতুটি পুরোনো হয়ে পড়ায় গত একমাস ধরে সংস্কার কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ীভাবে সেতুটি মেরামত করে ট্রেন চালুর উপযোগী করে তোলার কাজ চলছে। একইসঙ্গে স্থায়ী সংস্কারের কাজও চলবে। তবে এ সময়ের মধ্যে বিশেষ নির্দেশনা মোতাবেক সংস্কার করা ব্রিজের ওপর দিয়ে ট্রেনগুলোকে ১০ কিমি/ঘণ্টা গতিতে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ মে রাতে এ রেলব্রিজের নিচের মাটি সরে যায়। ওইদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।