নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের অংশ হিসেবে ‘পররাষ্ট্রনীতি প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচন কবে হচ্ছে?- এমন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, প্রধান উপদেষ্টা তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে আগামী ৫ আগস্টের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তাই আমাদের প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, আমরা চিরস্থায়ী বহুমুখী সংকটে পড়েছি। আগের সরকার বেলেন্স করতে একবার ভারতের কোলে, একবার চীন বা যুক্তরাষ্ট্রের কোলে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুল্ক খেলা শুরু করেছে চীনের অর্থনীতিকে ডাউন দেওয়ার জন্য। আমাদের রপ্তানি বাজারের ৮.২ বিলিয়নের যুক্তরাষ্ট্রে। আমাদের কূটনৈতিকদের সরকার কাজে লাগাচ্ছে? কয়টা দূতাবাস অর্থনৈতিক কূটনীতি করছে। ২৬ শতাংশ কাঁচামাল চীন থেকে আসে। অথচ চীন থেকে এসব পণ্য আনতে যুক্তরাষ্ট্র নিষেধ করেছে।
হিউম্যান করিডোর সম্পর্কে তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান হামলার সূচনা হয়েছিল করিডর দিয়ে।
সিজিএস সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সভাপতি এম হুমায়ূন কবির, বিআইপিএসএসের সভাপতি মেজর জেনারেল (অবসর) এ এন এম মুনীরুজ্জামান প্রমুখ।