Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৫ম বিয়ের আগে হঠাৎ মারডকের বাগদান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : 

পঞ্চমবার বিয়েরপিঁড়িতে বসতে বাগদান সেরেছিলেন রুপার্ট মারডক। কিন্তু দুই সপ্তাহের মাঝে সেই বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন ৯২ বছর বয়সি এই মিডিয়া মোগল। এর আগে চারবার বিয়ে করেছিলেন ফক্স করপোরেশনের চেয়ারম্যান মারডক।

পঞ্চমবার তার বাগদত্তা ছিলেন ৬৬ বছর বয়সি রেডিও হোস্ট অ্যান লেসলি স্মিথ। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সাবেক পুলিশ কর্মকর্তা। মার্চে এক ঘোষণায় জানানো হয়, আগামী গ্রীষ্মে চার হাত এক হতে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে অ্যানের সঙ্গে রুপার্টের প্রথম দেখা হয় গত বছরের সেপ্টেম্বরে, সেখানেই পরিচয়, পরে তা গড়ায় প্রণয়ে।

এ বছরের গ্রীস্মে বিয়ে করার পরিকল্পপনা ছির রুপার্ট–অ্যানের। এ ব্যাপারে রুপার্ট বলেছিলেন, প্রেমে পড়ার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে এটাই আমার শেষ প্রেম।

অস্ট্রেলিয়ান বিমানবালা প্যাট্রিসিয়া বুকারকে রুপার্ট মারডক প্রথম বিয়ে করেছিলেন ১৯৫৬ সালে। ১৯৬৭ সালে তাদের বিচ্ছেদ হয়। ওই বছরই স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সাল পর্যন্ত তাদের সংসার টিকে ছিল।

এর পর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন রুপার্ট। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তারা সংসার করেন। এর পরই ওয়েন্ডির সঙ্গে বিচ্ছেদ হয় মারডকের।

২০১৬ সালে লন্ডনে রুপার্ট বিয়ে করেন সাবেক সুপার মডেল জেরি হলকে। গত বছর তাদের বিচ্ছেদ হয়েছে। প্রথম তিনটি সংসারে ছয়জন সন্তান রয়েছে রুপার্টের।

অন্যদিকে অ্যান লেসলি স্মিথের বিয়ে হয়েছিল ব্যবসায়ী, গায়ক ও টেলিভিশন নির্বাহী চেস্টার স্মিথের সঙ্গে। ১৪ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই ছিলেন তিনি।

তবে বাগদান বাতিল হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে মারডকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, স্মিথ রক্ষণশীল ইভাঞ্জেলিক্যাল মতে বিশ্বাস করেন। ধর্মীয় মতপার্থক্য তাদের অস্বস্তির কারণ হতে পারে।
মার্ডক এবং তার চতুর্থ স্ত্রী জেরি হলের বিবাহবিচ্ছেদ হয় ২০২২ সালে। ওই বিচ্ছেদের ফলে মার্ডকের মালিকানাধীন ‘ফক্স নিউজ’, ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর মতো দফতরে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিপুল সম্পত্তির মালিক রুপার্টের হবু স্ত্রীর সাবেক স্বামী চেস্টার স্মিথ ছিলেন গায়ক। পাশাপাশি, ব্যবসায়ীও ছিলেন। ২০০৮ সালে তার মৃত্যু হয়। রুপার্টের প্রথম তিনটি বিয়েতে ৬ সন্তান রয়েছে।

উল্লেখ্য, নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান রুপার্ট মারডক মাত্র ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন তিনি। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক রুপার্ট ও তার পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক রুপার্ট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

৫ম বিয়ের আগে হঠাৎ মারডকের বাগদান বাতিল

প্রকাশের সময় : ০২:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

পঞ্চমবার বিয়েরপিঁড়িতে বসতে বাগদান সেরেছিলেন রুপার্ট মারডক। কিন্তু দুই সপ্তাহের মাঝে সেই বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন ৯২ বছর বয়সি এই মিডিয়া মোগল। এর আগে চারবার বিয়ে করেছিলেন ফক্স করপোরেশনের চেয়ারম্যান মারডক।

পঞ্চমবার তার বাগদত্তা ছিলেন ৬৬ বছর বয়সি রেডিও হোস্ট অ্যান লেসলি স্মিথ। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সাবেক পুলিশ কর্মকর্তা। মার্চে এক ঘোষণায় জানানো হয়, আগামী গ্রীষ্মে চার হাত এক হতে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে অ্যানের সঙ্গে রুপার্টের প্রথম দেখা হয় গত বছরের সেপ্টেম্বরে, সেখানেই পরিচয়, পরে তা গড়ায় প্রণয়ে।

এ বছরের গ্রীস্মে বিয়ে করার পরিকল্পপনা ছির রুপার্ট–অ্যানের। এ ব্যাপারে রুপার্ট বলেছিলেন, প্রেমে পড়ার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে এটাই আমার শেষ প্রেম।

অস্ট্রেলিয়ান বিমানবালা প্যাট্রিসিয়া বুকারকে রুপার্ট মারডক প্রথম বিয়ে করেছিলেন ১৯৫৬ সালে। ১৯৬৭ সালে তাদের বিচ্ছেদ হয়। ওই বছরই স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সাল পর্যন্ত তাদের সংসার টিকে ছিল।

এর পর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন রুপার্ট। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তারা সংসার করেন। এর পরই ওয়েন্ডির সঙ্গে বিচ্ছেদ হয় মারডকের।

২০১৬ সালে লন্ডনে রুপার্ট বিয়ে করেন সাবেক সুপার মডেল জেরি হলকে। গত বছর তাদের বিচ্ছেদ হয়েছে। প্রথম তিনটি সংসারে ছয়জন সন্তান রয়েছে রুপার্টের।

অন্যদিকে অ্যান লেসলি স্মিথের বিয়ে হয়েছিল ব্যবসায়ী, গায়ক ও টেলিভিশন নির্বাহী চেস্টার স্মিথের সঙ্গে। ১৪ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই ছিলেন তিনি।

তবে বাগদান বাতিল হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে মারডকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, স্মিথ রক্ষণশীল ইভাঞ্জেলিক্যাল মতে বিশ্বাস করেন। ধর্মীয় মতপার্থক্য তাদের অস্বস্তির কারণ হতে পারে।
মার্ডক এবং তার চতুর্থ স্ত্রী জেরি হলের বিবাহবিচ্ছেদ হয় ২০২২ সালে। ওই বিচ্ছেদের ফলে মার্ডকের মালিকানাধীন ‘ফক্স নিউজ’, ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর মতো দফতরে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিপুল সম্পত্তির মালিক রুপার্টের হবু স্ত্রীর সাবেক স্বামী চেস্টার স্মিথ ছিলেন গায়ক। পাশাপাশি, ব্যবসায়ীও ছিলেন। ২০০৮ সালে তার মৃত্যু হয়। রুপার্টের প্রথম তিনটি বিয়েতে ৬ সন্তান রয়েছে।

উল্লেখ্য, নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান রুপার্ট মারডক মাত্র ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন তিনি। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক রুপার্ট ও তার পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক রুপার্ট।