Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৪ বছর পর দেশে ফিরলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানে ফিরেছেন পিএমএল-এন-এর নেতা নওয়াজ শরিফ। দেশটির ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী ও ঘোষিত অপরাধী নওয়াজ চিকিৎসার জন্য চার বছর স্ব-আরোপিত নির্বাসনে কাটিয়ে শনিবার (২১ অক্টোবর) বিকেলে পাকিস্তানে ফিরেছেন।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে একটি চাটার্ড বিমানে করে দুবাই হয়ে ইসলামাবাদে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতাদের একাংশ ও পরিবারের সদস্যেরা।

নওয়াজ দেশে ফেরায় গ্রেটার ইকবাল পার্কে মিছিলের আয়োজন করেছেন তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কর্মী-সমর্থকরা। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সাত হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

এর আগে সাবেক আইনমন্ত্রী তাতার জানিয়েছিলেন, দেশে ফিরে নওয়াজ রাজনৈতিক ও আইনি বিষয়গুলো নিয়ে পরামর্শ নেবেন। বিমান থেকে নেমে নওয়াজ ভিআইপি লাউঞ্জে অবস্থান নেবেন।

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এবং চিকিৎসার কথা বলে পাকিস্তান থেকে চলে গিয়েছিলেন নওয়াজ শরীফ। আস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিন নওয়াজ দেশে ফিরতে পারেননি। তাকে ক্ষমতাচ্যুত করার পরই নওয়াজ শরীফের দেশে ফেরার পথ সুগম হয়।

সাবেক আইনমন্ত্রী তাতার নিশ্চিত করেছেন, নওয়াজ শরীফের ‘নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি সম্পন্ন করতে’ বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আদালতের কর্মকর্তারা।

এছাড়া নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে গেছেন সাবেক উপ-মেয়র জিসান নাকবি ও শপথ কমিশনার। নওয়াজের আইনি দল বিমানের ভেতর প্রবেশ করে তার বায়োমেট্রিক ও প্রয়োজনীয় স্বাক্ষর নেবে বলে জানিয়েছে দ্য ডন।

তার পাকিস্তানে ফিরে আসার ফ্লাইটে চড়ার আগে নওয়াজ বলেছিলেন যে তিনি “ফিরে আসতে পেরে খুশি”। তবে আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের জন্য তার দলের সম্ভাবনাকে পুনরুদ্ধার করতে তার নির্বাচনী প্রচারণা শুরু করার আগে তাকে অনেক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

নওয়াজ শরীফের রাজনৈতিক দল পিএমএল-এনের নেতা ইসহাক দার জানিয়েছেন, আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন নওয়াজ। সেখানে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।

জানুয়ারি মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনে নওয়াজ অংশ নিতে না পারলেও নিজ দল পিএমএল-এনের প্রচারণায় সামনে থেকেই নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১৮ সালে নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ পাকিস্তানে কারাগারে তিনি সাজা ভোগ করছিলেন। কিন্তু পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং ২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য আদালত তাকে যুক্তরাজ্য যাওয়ার অনুমতি দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন চলে যান। তারপর থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

৪ বছর পর দেশে ফিরলেন নওয়াজ শরীফ

প্রকাশের সময় : ০৪:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানে ফিরেছেন পিএমএল-এন-এর নেতা নওয়াজ শরিফ। দেশটির ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী ও ঘোষিত অপরাধী নওয়াজ চিকিৎসার জন্য চার বছর স্ব-আরোপিত নির্বাসনে কাটিয়ে শনিবার (২১ অক্টোবর) বিকেলে পাকিস্তানে ফিরেছেন।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে একটি চাটার্ড বিমানে করে দুবাই হয়ে ইসলামাবাদে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতাদের একাংশ ও পরিবারের সদস্যেরা।

নওয়াজ দেশে ফেরায় গ্রেটার ইকবাল পার্কে মিছিলের আয়োজন করেছেন তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কর্মী-সমর্থকরা। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সাত হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

এর আগে সাবেক আইনমন্ত্রী তাতার জানিয়েছিলেন, দেশে ফিরে নওয়াজ রাজনৈতিক ও আইনি বিষয়গুলো নিয়ে পরামর্শ নেবেন। বিমান থেকে নেমে নওয়াজ ভিআইপি লাউঞ্জে অবস্থান নেবেন।

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এবং চিকিৎসার কথা বলে পাকিস্তান থেকে চলে গিয়েছিলেন নওয়াজ শরীফ। আস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিন নওয়াজ দেশে ফিরতে পারেননি। তাকে ক্ষমতাচ্যুত করার পরই নওয়াজ শরীফের দেশে ফেরার পথ সুগম হয়।

সাবেক আইনমন্ত্রী তাতার নিশ্চিত করেছেন, নওয়াজ শরীফের ‘নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি সম্পন্ন করতে’ বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আদালতের কর্মকর্তারা।

এছাড়া নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে গেছেন সাবেক উপ-মেয়র জিসান নাকবি ও শপথ কমিশনার। নওয়াজের আইনি দল বিমানের ভেতর প্রবেশ করে তার বায়োমেট্রিক ও প্রয়োজনীয় স্বাক্ষর নেবে বলে জানিয়েছে দ্য ডন।

তার পাকিস্তানে ফিরে আসার ফ্লাইটে চড়ার আগে নওয়াজ বলেছিলেন যে তিনি “ফিরে আসতে পেরে খুশি”। তবে আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের জন্য তার দলের সম্ভাবনাকে পুনরুদ্ধার করতে তার নির্বাচনী প্রচারণা শুরু করার আগে তাকে অনেক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

নওয়াজ শরীফের রাজনৈতিক দল পিএমএল-এনের নেতা ইসহাক দার জানিয়েছেন, আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন নওয়াজ। সেখানে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।

জানুয়ারি মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনে নওয়াজ অংশ নিতে না পারলেও নিজ দল পিএমএল-এনের প্রচারণায় সামনে থেকেই নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১৮ সালে নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ পাকিস্তানে কারাগারে তিনি সাজা ভোগ করছিলেন। কিন্তু পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং ২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য আদালত তাকে যুক্তরাজ্য যাওয়ার অনুমতি দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন চলে যান। তারপর থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন তিনি।